ময়মনসিংহে কাগজের ১০০ নৌকা নদীতে ভাসিয়ে ভিন্নধর্মী আয়োজনের মধ্য দিয়ে প্রচারণা শুরু করেছেন ময়মনসিংহ-৪ সদর আসনের নৌকার মাঝি মোহিতউর রহমান শান্ত। এ ছাড়া ব্রহ্মপুত্র নদে শতাধিক নৌকায় শোভাযাত্রা করে সাধারণ মানুষের দৃষ্টি কেড়েছেন তিনি।
এতে বিপুলসংখ্যক নেতাকর্মীর উৎসবমুখর অংশগ্রহণে ব্রহ্মপুত্র নদে এক মনোরম আবহের সৃষ্টি হয়।
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে নগরের কাচারী ঘাট সংলগ্ন ব্রহ্মপুত্র নদে এই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শান্ত।
এ সময় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার মার্কা এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার প্রতীক নৌকার বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মী ও ভোটারদের প্রতি আহ্বান জানান এই আওয়ামী লীগ নেতা।
এর আগে তার প্রয়াত বাবা ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমানের রেখে যাওয়া নৌকায় বতর্মান জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের এই আসনে নৌকার মাঝি মনোনীত হন মোহিত উর রহমান শান্ত।
তবে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নৌকার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ভোটে নেমেছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পরিবহন নেতা আমিনুল হক শামীম (সিআইপি)।
এ ছাড়াও বিভাগীয় নগরের এই আসনে লাঙ্গল প্রতীক নিয়ে মূসা সরকার এবং কাঁচি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থিতায় রয়েছেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য দেলোয়ার হোসেন খান দুলু। ফলে এই আসনের ভোটের মাঠে চতুর্মুখী ভোট যুদ্ধের সম্ভাবনা প্রবল বলে মনে করছেন ভোটাররা।
প্রসঙ্গত, ময়মনসিংহ-৪ সদর আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মোট ভোটার ৬ লাখ ৫০ হাজার ২৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ২২ হাজার ৭৯৭ জন এবং নারী ভোটার ৩ লাখ ২৭ হাজার ৪৭৭ জন। এই আসনে মোট ভোটকেন্দ্র ১৭৭টি বলে নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাচন অফিস।
সূত্র: আরটিভি অনলাইন ডেস্ক
Leave a Reply