প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘কোথাও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। বুধবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
রাজশাহী সার্কিট হাউসে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভা শেষে সিইসি সাংবাদিকদের বলেন, ‘কোথাও যদি আচরণবিধির লঙ্ঘন হয়ে থাকে, তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী যেন ব্যবস্থা গ্রহণ করে সেভাবে নির্দেশনা দেয়া হয়েছে। আপনারা আশ্বাস (আস্থা) রাখুন, নির্বাচন সুন্দর হবে।’
তিনি আরও বলেন, ‘সবার যৗেথ প্রয়াসে নির্বাচন সুষ্ঠু হবে। আপনারাও (সাংবাদিকরা) কিন্তু স্বচ্ছতার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকেন। আপনাদের চেষ্টায়, আমাদের চেষ্টায়, প্রার্থীদের চেষ্টায় এবং ভোটারদের চেষ্টায় নির্বাচনটা সফল হবেই। সভায় আমরা সবাই এই আশাবাদ ব্যক্ত করেছি।’
-অনলাইন ডেস্ক
Leave a Reply