সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ম্যাগনেটিক পিলার বিক্রির চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার নগরঘাটা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নগরঘাটা নিমতলা এলাকার দেবব্রত মণ্ডল (৩৫) ও যশোর জেলার কেশবপুর উপজেলার নেহালপুর (হাসানপুর) এলাকার মো. শরিফুল্লাহ বিশ্বাস (৩৬)।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, সীমানা পিলার বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে নগরঘাটার নিমতলা এলাকায় অভিযান চালানো হয়। এসময় বরুন মন্ডলের বাড়ি থেকে কয়েকটি কোটি টাকা মূল্যের সীমানা পিলার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সীমানা পিলার বিক্রির সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। অভিযান পরিচালনা করেছে উপ পরিদর্শক কৃষ্ণপদ সমাদ্দার ও সহকারী উপ-পরিদর্শক আলমগীর হোসেন।
উল্লেখ্য, এদেশে বৃটিশদের শাষনের সময়কালে সীমানা পিলারগুলো ফ্রিকুয়েন্সি অনুযায়ী একটি থেকে আরেকটির দুরত্ব মেপে মাটির নীচে পুতে রাখা হয়েছিলো। যেগুলোর মধ্যে পিতল, তামা, লোহা, টাইটেনিয়াম সহ ধাতব চুম্বক সমন্বয়ে গঠিত হওয়ার কারনে বজ্রপাত হবার সময়ে ইলেকট্রিক চার্য তৈরী হয় সেটি সরাসরি এই পিলার গুলো শোষন করে আর্থিং এর কাজ করতো। এতে করে বজ্রপাত হতো কিন্তু মানুষ মারা যেতোনা।
অসাধু কিছু লোক এই পিলার গুলো অনেক দামে বিক্রি করা যায় এরকম গুজব ছড়ায়। এ কারনে দেশের বিভিন্ন জায়গা থেকে পিলারগুলো নিষ্চিন্ন হয়ে গেছে। কিছু লোক এগুলোকে মহা-মুল্যবান বলে অপপ্রচার করে খুঁজে বের করে চুরি করে নিয়ে গেছে। প্রকৃতপক্ষে কেউ ই সীমানা পিলার বিক্রি করে বহু টাকা উপার্জন করার উদাহরণ দেখাতে পারেনি।
-বিশেষ প্রতিনিধি
Leave a Reply