নারায়ণগঞ্জ রেলস্টেশনের প্ল্যাটফর্মে একটি হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জনকে হাতেনাতে আটক করেছে রেল পুলিশ।
রোববার (২৪ ডিসেম্বর) দুপুর ১টা ৩৫ মিনিটে ট্রেন যাত্রা শুরুর আগেই এ বোমা বিস্ফোরনের ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জয়নাল (২২), হাবিবুর রহমান (২১) ও হাসান (২৩) নামে ৩ যুবককে আটক করেছে রেল পুলিশ।
তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি। আটকদের বিস্তারিত পরিচয় খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
এসআই মোখলেসুর রহমান বলেন, আমরা সকাল থেকে রেলওয়ে জুড়ে কড়া নিরাপত্তা দিচ্ছিলাম। এর মধ্যে কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনে রেললাইন লক্ষ্য করে ৩ জন নাশকতাকারী হাতবোমা বিস্ফোরণের চেষ্টা করছিল।
এ সময় প্লাটফর্মে একটি বোমা বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ তাদের হাতেনাতে আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরক ও দ্রুত বিচার আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
ডেস্ক রিপোর্ট
Leave a Reply