লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ না করে স্বতন্ত্র প্রার্থী এম এ সাত্তারের ট্রাক প্রতীকের পক্ষে কাজ করায় চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের ১১ জন নেতাকে অব্যাহতি দেয়া হয়েছে।মঙ্গলবার (২৬ ডিসেম্বর) চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুল ওহাব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে অব্যাহতি দেয়া হয়।ভবিষ্যতে তারা দলীয় কোনো পদের জন্য প্রার্থী হতে পারবেন না বলেও অব্যাহতিপত্রে উল্লেখ করা হয়েছে।
অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন- চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি অহিদুজ্জামান বেগ বাবলু, যুগ্ম-সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন পাটওয়ারী, কোষাধ্যক্ষ হারুনুর রশিদ পাটওয়ারী, শ্রম সম্পাদক নাছির পাটওয়ারী, সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবীর, সদস্য সামছুল আলম বাবুল পাটওয়ারী, নুরুল আমিন, সোহরাব হোসেন রুবেল পাটওয়ারী, লোকমান মাস্টার, ও খালেদ।
একই অভিযোগের আগে ১৯ ডিসেম্বর মান্দারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়। পরে আবার পৃথক আরেকটি প্রেস বিজ্ঞপ্তিতে মাসুদকে অব্যাহতির বিষয়টি সত্য নয় বলে দাবি করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকালে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওহাবের ব্যক্তিগত কার্যালয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি আবুল কাশেম এ সভায় সভাপতিত্ব করেন। অব্যাহতিপ্রাপ্ত নেতারা দলীয় কার্যক্রমে পর পর অনুপস্থিত,
দলীয় গঠনতন্ত্র পরিপন্থি ও অনৈতিক কার্যকলাপে জড়িত রয়েছেন। এতে গঠনতন্ত্রের ৪৭ এর ১১ ধারা মোতাবেক ১০ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তারা ভবিষ্যতে আওয়ামী লীগের কোনো কমিটির পদে প্রার্থী হতে পারবেন না।
এর সত্যতা নিশ্চিত করে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব বলেন, দলের কার্যক্রমে অনুপস্থিত, গঠনতন্ত্র পরিপন্থি ও অনৈতিক কার্যকলাপে যুক্ত থাকায় জেলা আওয়ামী লীগের নির্দেশনায় ১১ জনকে অব্যাহতি দেয়া হয়েছে। অব্যাহতিপ্রাপ্ত নেতারা কোনো প্রার্থীর ভোট করে তা আমাদের বিবেচ্য বিষয় নয়।
এদিকে অব্যাহতিপ্রাপ্ত নেতা ও মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন রুবেল পাটওয়ারী ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ জানিয়েছেন। এতে থানা কমিটির নেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুমকিও প্রদর্শন করেছেন তিনি।
এদিকে একই অভিযোগে চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ ছয় নেতাকে অব্যাহতি দেয়া হয়েছে। মঙ্গলবার ওই ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক কাজী সোলাইমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
অব্যাহতিপ্রাপ্তরা হলেন – ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদকের সফিকুর রহমান সফিক, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. খলিল, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুর রহিম ও সাধারণ সম্পাদক স্বপন কর্মকার, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুন নবী।
এরা আগামী ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে প্রার্থী হতে পারবেন না বলে উল্লেখ করা হয়েছে।প্রসঙ্গত, লক্ষ্মীপুর-৩ আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও
বর্তমান সংসদ সদস্য গোলাম ফারুক পিংকু নৌকার প্রার্থী। তার সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন ঢাকার মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি এমএ সাত্তার।
অনলাইন ডেস্ক
Leave a Reply