বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে নৌকায় ভোট দিন। এজন্য সকল নেতাকর্মীকে দলীয়ভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে,
শুক্রবার(২৯ডিসেম্বর) বিকেলে ৪ নং দৈবজ্ঞহাটি ইউনিয়ন আওয়ামীলীগ কতৃক আয়োজিত দৈবজ্ঞহাটী বিশ্বেশ্বর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি আরও বলেন,
গত সাড়ে ১৪ বছর দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে।বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে দেশে পদ্মা সেতু হয়েছে, আমরা মেট্রোরেল পেয়েছি, অ্যালিভেটেড এক্সপ্রেস হয়েছে।দেশের মানুষের জন্য ৫১ প্রকার ভাতা চালু করেছে বর্তমান সরকার।
দেশের প্রত্যন্ত অঞ্চলেও উন্নয়নের ছোঁয়া লেগেছে।দেশের কৃষকেরা বিনামূল্যে সার ও বীজ পাচ্ছে। ৪ নং দৈবজ্ঞহাটী ইউনিয়ন নির্বাচনী পরিচালনা কমিটির আহবায়ক মাহবুবুল আলম বাবুল এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি আব্দুর রহিম খান,
উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো.লিয়াকত আলী খান,উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এম এমদাদুল হক উপজেলা ভাইস-চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, পরিষদ সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান আজমিন নাহার,
জেলা মৎসলীগ নেতা চেয়ারম্যান আলহাজ্ব শাজাহান আলী খান, ইউনিয়নপরিষদ চেয়ারম্যানবৃন্ধসহ জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় যুবলীগ নেতা রেজাউল করিম, উপজেলা যুবলীগ নেতা খান হাসিবুর রহমান,
উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম,যুবলীগ নেতা রাসেল হাওলাদার সরকারি বাংলা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম জাহিদ মাহমুদ,কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা শিকদার মাকসুদুর রহমান, উপজেলা ছাত্রলীগ সম্পাদক নুরুন্নবী পরাগ, পৌর ছাত্রলীগ সভাপতি মনির হোসেন রাজ্জাক,সাধারণ সম্পাদক মোস্তাক বিল্লাহ রুপম সহ স্হানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিশেস প্রতিনিধি
Leave a Reply