আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ (লোহাগড়া-সদর আংশিক)আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফি বিন মোর্ত্তজা লোহাগড়ায় গণসংযোগ ও পথসভা করেছেন।
আজ শনিবার দিনব্যাপি উপজেলার মল্লিকপুর ও ইতনা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ও হাট-বাজারে গণসংযোগ ও নির্বাচনি পথসভা করেন এবং সেই সাথ এলাকার সর্বস্তরের জনগণ ও দোকানিদের মাঝে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ ও কুশাল বিনিময় করেন এবং ভোটারদের কাছে নৌকায় ভোট চান তিনি।
পরে সংক্ষিপ্ত পথসভায় নৌকার প্রার্থী মাশরাফি বিন মোর্ত্তজা বলেন, ২০১৮ সালে নির্বাচিত হওয়ার পর থেকে আমি নড়াইল-লোহাগড়ার মানুষের সাথে ছিলাম। এলাকার সব শ্রেনি-পেশার মানুষ আমাকে চেনে। মানুষ আমাকে ভালোবাসে। এরপরেও নির্বাচন উপলক্ষে আমার সব ভোটারদের কাছে যাওয়ার ইচ্ছা রয়েছে। সেভাবেই আমি গণসংযোগ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, নৌকা হলো উন্নয়নের প্রতীক, গণতন্ত্রের প্রতীক, জনগণের আস্থার প্রতীক।এসময উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান,
উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. আশরাফুল আলম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মনজুরুল করিম মুন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি একেএম ফয়জুল হক রোম, উপজেরা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতিসহ আওয়ামী লীগ ও তাঁর সহযোগি সংগঠনের নেতা-কর্মী, সমাথর্করা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাঁর সাথে ছিলেন।
Leave a Reply