পঞ্চগড় জেলার বোদা থানার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউপির আমতলা এলাকায় ৩০ ডিসেম্বর সৎ ভাই আবু বক্করের ধারালো ছোরা/কুড়ালের আঘাতে ছোট দানেশ এর মৃত্যু হয়।
নিহত দানেশ রহমান খবির উদ্দিনের ছেলে।পরে খবির উদ্দিনের আরেক ছেলে আহসান হাবিব বাদী হয়ে বোদা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
মামলার আসামী আবু বক্করকে বোদা থানার ওসি মোজাম্মেল হকের নেতৃত্বে ১ ঘন্টার মধ্যে আটক করতে সমর্থ হয়।পরে আসামী আবু বক্করেকে কোর্টে পাঠালে সে ১৬৪ ধারায় হত্যাকান্ডে জড়িত বলে স্বীকারোক্তি দেয়।
বোদা থানার ওসি মোজাম্মেল হক বলেন,আসামি আবু বক্কর ও নিহত দানেশ রহমান সম্পর্কে বিমাতা ভাই।দুই ভাইয়ের মধ্যে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে।
ঘটনার দিন কথা-কাটাকাটির এক পর্যায়ে আসামী আবু বক্কর দানেশ রহমানকে কোড়াল ও ছোড়া দিয়ে এলোপাতাড়ি কোপালে দানেশ রহমান মৃর্ত্যু মাটিতে লুটিয়ে পড়ে।এই ঘটনার পরে আসামি আবু বক্কর বাড়ী থেকে পালিয়ে যায়।ঘন্টা না যেতেই আমরা আসামিকে ধরে কোর্টে চালান করি।
Leave a Reply