নতুন বছরে নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত যশোরের প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা । নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা যেন ঈদের আনন্দকে হার মানিয়েছে। আর তাদের হাতে বই তুলে দিতে পেরে সন্তুষ্ট সংশ্লিষ্টরাও ।
সোমবার (১ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার সরকারি বেসরকারি বিদ্যালয়ের মাঠে বই উৎসবে মেতে শিক্ষার্থীরা।এদিন সকালে বাঘারপাড়া উপজেলা সিদ্দীকীয়া ফাজিল ডিগ্রী মাদ্রসার অধ্যক্ষ মাও: সিদ্দীকুল্লাহ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
পালা ক্রমে উপজেলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয়, চাড়াভিটা মাধ্যমিক বিদ্যালয়, ছাতিয়ানতলা ইউনাইডেট স্কুল এ্যান্ড কলেজ, নারিকেলবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়,ধলগ্রাম মধ্যমিক বিদ্যালয়,
দোহাকুলা, জামদিয়া, দরাজহাট, রায়পুর, বন্দবিলা,জহুরপুর ইউনিয়নের প্রতিটি বিদ্যালয়ে নতুন বছরের নতুন বই তুলে দেন প্রতিষ্ঠনের প্রধান ও কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ মান্যগন্য ব্যক্তিবর্গ।
এ বছরও সারাদেশে ৩০ কোটি বই বিতরণ করা হচ্ছে। যশোরের প্রাথমিক ও মাধ্যমিকের প্রায় শতভাগ বই চলে এসেছে। অল্প সংখ্যক যে বই আসেনি তা দ্রুতই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে বলে বিশ্বাস প্রতিষ্ঠান প্রধানগনের ।
নতুন বই পেয়ে ৫ম শ্রেণীর মাইশা নামের শিশু শিক্ষার্থী বলেন, বছরের প্রথম দিন বই পেয়ে আমরা খুব খুশি। নতুন বইয়ের ঘ্রাণ নেব এবং নতুন নতুন গল্পগুলো বাসায় যেয়ে পড়বো। বছরের প্রথম দিন বই দেয়ায় প্রধানমন্ত্রীকে জানাই ধন্যবাদ।
Leave a Reply