এস, এম মুসতাইনঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিক জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে ৩১ আগষ্ট বুধবার বিকালে আলাদীপুর বাজার কমিটির আয়োজনে মরহুম মহাসিন মাষ্টারের চাতালে দোয়া আলোচনা সভা ও বিশেষ খাবারের আয়োজন করা হয়।
আলাদীপুর বাজার কমিটির সভাপতি বি এম মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৮ নং বাসুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আমিনুর রহমান সরদার। প্রধান বক্তা ছিলেন ৯ং জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আরিফুল ইসলাম তিব্বত।
বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি সদস্য ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সাহেব আলী মোল্যা, ইউপি সদস্য, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ সরদার, আলাদীপুর বাজার কমিটির সিনিয়র সভাপতি, আওয়ামী লীগ নেতা মোঃ শরিফুল ইসলাম বিশ্বাস,
আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোর্শেদ আলম বিশ্বাস, যুবলীগ নেতা মোঃ রুবেল হোসেন সরদার, সার্বিক ব্যবস্থাপনায় আলাদীপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন সরদার। দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ নিছার উদ্দিন শেখ।
Leave a Reply