দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাপছে চুয়াডাঙ্গা জেলা। বিপাকে নিম্নায়ের মানুষ।
সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ।
জানা গেছে সপ্তাহ ব্যাপী চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করেছ। এ কারণে শিশু থেকে বৃদ্ধ মানুষ গুলো ঘরে বন্দি হয়ে আছে ।
শীতের এই প্রকোপে সোমবার চুয়াডাঙ্গা শহরের বাগান পাড়ায় শীত জনিত কারণে মারা গেছে জিল্লুর রহমান জোয়ার্দার।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে পুরো জানুয়ারি মাস জুড়ে শীতের এই প্রকোপ চলবে। সচেতন মহলের কাছে দাবি চুয়াডাঙ্গা জেলায় অসহায় দরিদ্র মানুষের মাঝে খাবার ও বস্ত্র সরকারি ভাবে অতিব জরুরি।
নিম্ন আয়ের মানুষের দাবি সমাজে নেতৃত্ব প্রদান কারি ও সরকারি বে সরকারি এনজিও বিভিন্ন সমিতি ব্যক্তি প্রতিষ্ঠান একটু সাহায্যের হাত বড়ালে কিছুটা হলেও এসব ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ গুলো কিছুটা হলেও উপকৃত হবে।
নাম না বলার সর্তে অসহায় এক ব্যক্তি জানান ভোটের সময় এসব অসহায় মানুষের ভোটের মূল্য থাকলেও ভোট গেলে আর ফস করেনা, কে রাখে কার খোজ। সকলেই তার নিজের আখের গোছাতে ব্যস্থসময় পার করেন,
ভোটের পরে গরিব মানুষের গায়ের পোশাকে দূরগন্ধ বের হয়।নির্বাচিত হলে তুমি কে? কে রাখে কার খোজ।
শীতের কুয়াশায় একদিকে পিট আলগা অন্যদিকে পেট খালি, তাই অনেকেই চেয়ে আছে সমাজের বিত্তবানদের দিকে।
Leave a Reply