ফরিদপুরের ভাঙ্গায় ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতা১য় সমলয় চাষাবাদ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দী গ্রামের রথখোলা মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে এলাকার শত শত কৃষক- কৃষানী উপস্থিত হন।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রমজান আলীর সঞ্চালনায় এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংসু দাস।উপজেলা নির্বাহী কর্মকর্তা বি. এম কুদরত- এ খুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ,
বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক মোঃ রফিকুল ইসলাম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় ভাঙ্গা এর প্রধান কর্মকর্তা ড. মোঃ রুহুল আমিন সরকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী ( ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া, ইউপি চেয়ারম্যান ওলিয়ার রহমান,মৎস্য কর্মকর্তা দেবলা জক্রবর্তী,। সভা শেষে আধুনিক যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপন কার্যকম দেখানো হয়।
Leave a Reply