চুয়াডাঙ্গা জেলার মুন্সীগঞ্জের হৈয়দারপুর জেহালা গ্রামে মুড়ি গলায় আটকে মরিয়ম বেগম (৫০) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মৃত্যু মরিয়াম হৈয়দারপুর জিয়ালা গ্রামের মরহুম ইনতাজ আলীর স্ত্রী।
বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে মুড়ি খেতে খেতে হঠাৎ তা গলায় আটকিয়ে গেলে পরিবারের লোকজন সাথে সাথে তাকে নিকট বর্তি প্রতিঞ্জা ক্লিনিকে নিয়ে যায়,
ক্লিনিকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলাম মরিয়ামকে পরিক্ষা নিরিক্ষার পর মৃত ঘোষণা করেন।
এখবরে ক্লিনিকের মধ্যে পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়েন।
Leave a Reply