রবিবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকসহ ৪ জনকে আটক করা হয়।
সাজ্জাদ হোসেনের নেতৃত্বে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরীন আক্তার ও পরিদর্শক নাজমুল হোসেন খানসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকশ টিম অভিযান পরিচালনা করেন।
চুয়াডাঙ্গা সদর থানা আলোকদিয়ায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে লিটন এর নিজ দখলীয় বসতঘরের মধ্যে থেকে ২ এ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১শত টাকা অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।
অপর একটি অভিযানে শুকুর আলী মন্ডল এর নিজ দখলীয় বসতঘরের মধ্যে থেকে ২ এ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনসহ গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শত টাকা অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করে।
অপর একটি অভিযানে মহিবুল ইসলাম এর নিজ দখলীয় বসতঘর হতে ১০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শত টাকা অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করে।
এছাড়া ফারুক হোসেন এর নিজ দখলীয় বসতঘরের মধ্যে থেকে ২ এ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনসহ গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শত টাকা অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।
Leave a Reply