চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেল ও ভ্যান মুখোমুখি সংঘর্ষে ইসরাক নাঈম মুন্না ২৪ নামক এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
সোমবার ২২ জানুয়ারি দুপুর সাড়ে ৩ টার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন্না দামুড়হুদা স্টেডিয়াম পাড়ার আবদুল মোমিনের ছেলে ও দামুড়হুদার আবদুল ওদুদ শাহ ডিগ্রী কলেজ ২য় বর্ষের ছাত্র।
পরিবারের সজন ও প্রত্যক্ষদুর্শীরা জানায়, সোমবার দুপুরে দামুড়হুদা বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কে একটি পাখি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় মোটরসাইকেলের।
দূর্ঘটনায় সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন মুন্না। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গিলে জরুরি বিভাগের কর্তব্যরতচিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে মুন্নাকে রাজশাহী মেডিকেলে রেফার করেন।
পরে রাজশাহী নেওয়ার পথে ঈশ্বরদী নামক স্থানে পৌছালে সন্ধ্যা ৬টার দিকে মুন্না মারা যায়। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনি প্রকৃয়া শেরে মুন্নার লাশ স্বজনদের কাছে দাফনের জন্য বুঝে দেওয়া হবে বলেও জানান তিনি।
Leave a Reply