বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের দামামা ইতোমধ্যেই বেজে উঠেছে। হোম অব ক্রিকেট মিরপুরে ৪ ম্যাচ-ডে শেষে দুটি পাতার এক কুঁড়ির শহর সিলেটে যাবে বিপিএল।
দেশের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়ে আগ্রহের কোনো কমতি নেই সিলেটের দর্শকদের। এবার সিলেট পর্বের ম্যাচগুলোর টিকিট মূল্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মাত্র ২০০ টাকা খরচ করেই বিপিএলের ম্যাচ দেখতে পারবেন সিলেটের সমর্থকরা। আর এক টিকিটেই উপভোগ করা যাবে দিনের দুটি ম্যাচ। এই মূল্যে ওয়েস্টার্ন গ্যালারি এবং অনিন্দ্য সুন্দর গ্রিন গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করা যাবে।
এ ছাড়া ইস্টার্ন গ্যালারি ৪০০ টাকা, ক্লাব হাউজ ৮০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ২ হাজার ৫০০ টাকায় কিনতে পারবেন দর্শকরা।
আগামী ২৪ জানুয়ারি থেকে পাওয়া যাবে সিলেট পর্বের টিকিট। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত টিকিট বিক্রি চলবে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশাপাশি নগরীর রিকাবিবাজারে অবস্থিত সিলেট জেলা স্টেডিয়াম থেকে সশরীরে কেনা যাবে টিকিট। এ ছাড়া একইদিন থেকে অনলাইনেও টিকিট পাওয়া যাবে। অনলাইনে টিকিট কেনার পর তা জেলা স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে।
আগামী ২৬ জানুয়ারি খুলনা ও রংপুরের ম্যাচ দিয়ে বিপিএলের সিলেট পর্ব শুরু হবে। এ ছাড়া দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লার প্রতিপক্ষ স্বাগতিক সিলেট। এরপর ২৭ জানুয়ারি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্সের মোকাবিলা করবে দুর্দান্ত ঢাকা। আগামী ৩ ফেব্রুয়ারি
ফরচুন বরিশাল-খুলনা টাইগার্স এবং সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে ইতি ঘটবে সিলেট পর্বের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মোট ১২টি ম্যাচ আয়োজিত হবে।
সূত্র : অনলাইন নিউজ ডেস্ক আরটিভি
Leave a Reply