চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ বাজারে আওয়ামী যুবলীগের সদস্য সংগ্রহ ও কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শংকরচন্দ্র ইউনিয়ন যুবলীগ আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। সভাপতিত্ব করেন শংকরচন্দ্র ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সদস্য হাফিজুর রহমান হাপু, আজাদুল ইসলাম, যুবলীগ নেতা পিরু মোহাম্মদ প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, বর্তমান বিএনপি-জামায়াতের কিছু নেতাকর্মি আওয়ামীলীগ-যুবলীগের সুনাম নষ্ট করতে চায়।
এজন্য আমাদের সতর্ক হতে হবে। একই সাথে যুবলীগকে সংগঠিত করতে ভুমিকা রাখতে হবে।
Leave a Reply