1. admin@somajerchitro.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর এলোপাতাড়ি ছুরিকাঘাতে এক ভাটা শ্রমিক জখম যশোর আদ্-দ্বীন মেডিকেল কলেজ মাঠে মাহফিলের নামে বাড়ি ভেঙ্গে জমি দখলের অভিযোগ ভিত্তিহীন যশোরের চৌগাছা থানায় ৩২ ঘণ্টা আটকে রেখে নির্যাতন, চাঁদা না পেয়ে তিন মামলায় চালান মানবাধিকার সংগঠন রাইটস যশোর আয়োজিত যৌন শিশু পাচার প্রতিরোধে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যশোর শয্যা জেনারেল হাসপাতালের ফার্মাসিষ্ট ওষুধের টাকা আত্মসাত করার অভিযোগে বদলি যশোরে আদালত চত্বরে বৈষম্য বিরোধী ছাত্রদের বিক্ষোভ মধুখালীতে বাস থেকে পড়ে নারী যাত্রীর মৃত্যু গোবিন্দগঞ্জে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু চাঁদপুরে থেমে থাকা জাহাজে দুর্বৃত্তদের হামলা, নিহত বেড়ে ৭ তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ধানমন্ডি যুবদলের ব্যতিক্রমী উদ্যোগ
যশোর এলোপাতাড়ি ছুরিকাঘাতে এক ভাটা শ্রমিক জখম যশোর আদ্-দ্বীন মেডিকেল কলেজ মাঠে মাহফিলের নামে বাড়ি ভেঙ্গে জমি দখলের অভিযোগ ভিত্তিহীন যশোরের চৌগাছা থানায় ৩২ ঘণ্টা আটকে রেখে নির্যাতন, চাঁদা না পেয়ে তিন মামলায় চালান মানবাধিকার সংগঠন রাইটস যশোর আয়োজিত যৌন শিশু পাচার প্রতিরোধে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যশোর শয্যা জেনারেল হাসপাতালের ফার্মাসিষ্ট ওষুধের টাকা আত্মসাত করার অভিযোগে বদলি যশোরে আদালত চত্বরে বৈষম্য বিরোধী ছাত্রদের বিক্ষোভ মধুখালীতে বাস থেকে পড়ে নারী যাত্রীর মৃত্যু গোবিন্দগঞ্জে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু চাঁদপুরে থেমে থাকা জাহাজে দুর্বৃত্তদের হামলা, নিহত বেড়ে ৭ তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ধানমন্ডি যুবদলের ব্যতিক্রমী উদ্যোগ

“গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ওয়েষ্ট রিজিওনালের বিমানের ভাড়া কমানো ও সিলেটে অন্য এয়ারলাইন্সের ফ্লাইট চালুর দাবী।

  • বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৫৫ বার পড়া হয়েছে

“গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ওয়েষ্ট রিজিওনালের বিমানের ভাড়া কমানো ও সিলেটে অন্য এয়ারলাইন্সের ফ্লাইট চালুর দাবী
হাকিকুল ইসলাম খোকন,সিনিয়র প্রতিনিধিঃ

“গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে এর ” কার্য্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে সাউথ ওয়েষ্ট রিজিওনাল কমিটি গঠন করা হয়েছে। খবর বাপসনিউজ ।বৃটেনের ব্রিস্টল শহরের বাল্টি হাউসে গত ২১ জানুয়ারি ২০২৪,রোববার রাত ১১টায় এক আনন্দঘন পরিবেশে বিপুলসংখ্যক স্থানীয় প্রবাসী গ্রেটার সিলেটের অধিবাসীদের উপস্থিতিতে এক নৈশভোজও আলোচনা সভা সংগঠনের কেন্দ্রীয় কনভেনার কমিউনিটি লিডার ও বিশিষ্ট সাংবাদিক মকিস মনসুর এর সভাপতিত্বে এবং যুবসংগঠক তাহির আলী আলম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট এর প্রেট্রন ও সাবেক চেয়ারপার্সন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর হাসনাত এম হোসেইন, এমবিই ।

সভায় বিশেষ অতিথি হিসেবে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কো- কনভেনার মসুদ আহমদ, জয়েন্ট কনভেনার হারুনুর রশিদ, জয়েন্ট কনভেনার সিপার করিম, জয়েন্ট ট্রেজারার জামাল হোসেন, গ্রেটার সিলেট কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনাল সাবেক চেয়ারপার্সন আতিকুর রহমান, সংগঠনের উপদেষ্টা ইসলাম উদ্দিন, হাবিবুর রহমান, জয়নাল আহমদ শিবুল,শাহ শাফি কাদির, আব্দুর রুউফ তালুকদার, মুজিবুর রহমান মুজিব, আবু সুয়েব তানজাম, রকিবুর রহমান, ফয়সল রহমান, এনামুল হোসেন শোয়েব, নুরুল ইসলাম, ও বসর সিকদার সহ বিভিন্ন শহর থেকে আগত অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।

এছাড়া ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার খায়রুল আলম লিংকন, আব্দুল কাইয়ুম খান ফয়সল,মবশ্বির আলী,চমক আলী,আব্দুল হামিদ,শফিকুর রহমান চৌধুরী,নজরুল ইসলাম,মীর্জা আব্দুল হামিদ, বদরুল আলম লিটন,আমিনুর রহমান জুনেল, মোবারক আলী,শেবুল আহমদ,জিল্লুর রহমান,ইকরাম আহমদ, কয়েস উদ্দীন, ইলিয়াস হোসেন, মবশ্বির আলী, আব্দুর রহিম, সাজেদ আহমেদ, নজির আহমদ, দিপক মিত্র, ফাহিম আহমদ,

জিল্লুর রহমান, আব্দুল মুহিত রাসেল, সাজ্জাদুর রহমান সজীব, আব্দুল বাছিত জুনেদ, মহিদ ইমতিয়াজ চৌধুরী,নুরুল ইসলাম, এনামুল ইসলাম, আবু জুবায়ের, ইলিয়াস হোসেন, ও মোবারক আলী প্রমুখ নেতৃবৃন্দ।সভায় দ্বিতীয় পর্বে বিভিন্ন জনের প্রস্তাব ও সমথর্নের আলোকে সাংবাদিক খায়রুল আলম লিংকনকে কেন্দ্রীয় জয়েন্ট কনভেনার, কমিউনিটিনসংগঠক আব্দুল কাইয়ুম খান ফয়সলকে সংগঠনের সাউথ ওয়েষ্ট রিজিওনাল কনভেনার, জয়েন্ট কনভেনরঃ মবশ্বির আলী,চমক আলী,

আব্দুল হামিদ,শফিকুর রহমান চৌধুরী,নজরুল ইসলাম, মির্জা আব্দুল হামিদ,বদরুল আলম লিটন, ও আমিনুর রহমান জুনেলকে জয়েন্ট কনভেনার,যুবসংগঠকনতাহির আলী আলমকে সদস্য সচিব, মোবারক আলী,শেবুল আহমদ,জিল্লুর রহমান ওইকরাম আহমদকে সহকারী সচিব,কয়েস উদ্দীনকে অর্থসচিব ও ইলিয়াস হোসেনকে সহকারী অর্থসচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ও ১১ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ এর নাম গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনার মকিস মনসুর ঘোষণা করার পর উপস্থিত সবাই সর্বসম্মতিক্রমে করতালির মাধ্যমে সমর্থন প্রদান করেছেন

 

সভার প্রধান অতিথি গ্রেটার সিলেট এর প্রেট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর হাসনাত এম হোসেইন এমবিই সহ বক্তারা বলেন আমরা এই সংগঠনকে এগিয়ে নিতে “৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতির মাধ্যমে নব উদ্যমে আমাদের প্রাণের এই সংগঠন ইতিমধ্যে কেন্দ্রীয়ভাবে কমিউনিটি লিডার মকিস মনসুর এর নেতৃত্বে ১০১ সদস্য বিশিষ্ট কনভেনিং কমিটি গঠন করেছি ।

এই ধারাবাহিকতায় প্রত্যেকটি রিজিওনাল ও শাখা কমিটির গঠন করা হচ্ছে, আগামীতে সব কমিটি থেকে ডেলিগেশন এর উপস্থিতিতে ও মতামতের আলোকে অনুষ্ঠিত এজিএম তথা মহা- সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে উল্লেখ করে বক্তারা সংগঠনের আগামী দিনের পথচলায় সবার সহযোগিতা কামনা করেছেন।

সভায় সভাপতির বক্তব্যে সংগঠনের কনভেনার ইউকেবিডি টিভির চেয়ারম্যান, কমিউনিটি লিডার ও বিশিষ্ট সাংবাদিক মকিস মনসুর বিমানের ভাড়া কমানো ও বিমান এর পাশাপাশি সিলেটে অন্য এয়ারলাইন্সের ফ্লাইট চালুর দাবী জানিয়ে বলেন,আন্তর্জাতিক রুটে চলাচলকারী যাত্রীদের সর্বোচ্চ ১৫ থেকে ২০ শতাংশ যাত্রী বাংলাদেশ বিমানে যাতায়াত করলেও, অবশিষ্ট প্রায় ৮০ শতাংশ যাত্রী বিদেশি বিমানে যাতায়াত করে থাকে। দেশীয় বিমান সংস্থা বাংলাদেশ বিমান নিজেদের লাভজনক প্রতিষ্ঠান হিসেবে প্রমাণ করার জন্য বিভিন্ন সেক্টরে অপ্রয়োজনীয় মূল্য বৃদ্ধি করে।

ফলে বিদেশি এয়ারলাইন্সগুলো বিমানকে অনুসরণ করে পাল্লা দিয়ে ভাড়া বৃদ্ধি করে থাকে। ফলশ্রুতিতে টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সুযোগে বিদেশি এয়ারলাইন্সগুলো বাংলাদেশ থেকে অতিরিক্ত হাজার হাজার ডলার হাতিয়ে নিয়ে যাচ্ছে। এতে নিষ্পেষিত হচ্ছে প্রবাসগামী নিরীহ কর্মীরা। একইসঙ্গে মারাত্মক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে দেশ।

এমন অবস্থায় আমাদের স্পষ্ট দাবি, বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে বিমান পরিচালনার ক্ষেত্রে কঠোর নীতিমালা প্রণয়নের মাধ্যমে অবিলম্বে এয়ার টিকিটের মূল্য সহনীয় পর্যায়ে নামিয়ে এনে অসহায় কর্মীদের ক্রয় ক্ষমতার মধ্যে নির্ধারণ করার জোর দাবি জানিয়ে মোহাম্মদ মকিস মনসুর বলেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে গঠনের মূল লক্ষ্যই হচ্ছে

প্রবাসীদের দাবি দাওয়া বাস্তবায়নে সরকারের সাথে লবিং করা এবং গ্রেটার সিলেট তথা বাংলাদেশে মানবতার কল্যাণে ও বৃটেনের কমিউনিটির উন্নয়নে ঐক্যের বন্ধনে কাজ করার দীপ্ত শপথে কাজ করে যাচ্ছি, এতে সকল প্রবাসীদের সহযোগিতা প্রয়োজন বলে তিনি দৃঢ়তার সাথে অভিমত ব্যাক্ত করেছেন।পরিশেষে নৈশভোজনে উপস্থিত সবার মাঝে মজাদার খাবার পরিবেশন করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews