চুয়াডাঙ্গায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় পাঁচটি ইটভাটা মালিককে ৮ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার সিনিয়র কেমিস্ট হাবিবুল বাশার জানান, বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেনর নেতৃত্বে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গ উপজেলার অবৈধ ইটভাটায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যলয়।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) সকাল থেকে বিকাল পর্যন্ত চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলার পঁচটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন। যে পাঁচটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে,
তার কোনোটারই লাইসেন্স নেই। অবৈধভাবে চলছিল ইটভাটাগুলো।এছাড়া কাঠ দিয়ে ইট পোড়ানোর প্রমাণ মেলে। এইসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩, সংশোধিত ২০১৯-এর বিভিন্ন ধারায় চুয়াডাঙ্গা সদরের গয়েরপুর মাঠের সুপার ব্রিকসের মালিক আফতাব হোসেনকে ১ লাখ ৫০ হাজার টাকা, একই গ্রামের জেবিএম ব্রিকসের মালিক মুকুল হোসেনকে ২ লাখ ২০ হাজার টাকা,
আলমডাঙ্গা উপজেলার বন্ডবিল এলাকার এমএসবি ব্রিকসের মালিক আনিছ খনিকে ১ লাখ ৯০ হাজার টাকা, একই উপজেলার ঘোষবিলা গ্রামের ভিভিবি ব্রিকসের মালিক ছাবদুল হোসেনকে ১ লাখ ৯০ হাজার টাকা ও যমুনা ঘাট এলাকার জে বস্ ব্রিকসের মালিক শহীদুল ইসলামকে ১ লাখ ৪০ হাজার জরিমানা করা হয়।
সর্ব মোট ৮লাখ ৯০ হাজার টাকা চরিমা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার জেলা কার্যলয়ের সিনিয়র কেমিস্ট হাবিবুল বাশার, সহকারী বায়োকেমিস্ট (প্রসিকিউটর) নরেশ চন্দ্র বিশ্বাসসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের সদস্যরা।
Leave a Reply