বাঘারপাড়ায় বিএনপির কালো পতাকা মিছিলে বাধা প্রদান করায় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া কে কেন্দ্র করে বাঘারপাড়া থানায় আবারো ৪২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞতনামা সাড়ে ৩শ জনের নামে মামলা।
৩০ শে জানুয়ারী মঙ্গলবার বিকালে বিএনপির কেন্দ্রীয় কর্ম সূচীর অংশ হিসাবে বাঘারপাড়া বিএনপির অস্থায়ী কার্যালয় ব্র্যাক মোড় টিএস আইয়ুবের বাড়ি থেকে একটি মিছিল বের হয়।কালো পতাকা মিছিলে কয়েক শত নেতা কর্মী অংশ গ্রহণ করেন,
সংবাদ পেয়ে থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে মিছিল বন্দ করতে বললে মিছিলের মধ্য থেকে পুলিশ দের লক্ষ করে ইট পাটকেল ছুড়া হয়,এমনটি অভিযোগ ওুলিশের ।
এসময় অল্প সংক্ষক পুলিশ থাকায় মিছিল কারি দের আক্রমণ থেকে বাচতে পুলিশ পিছু হটেন, মূর্হতের মধ্যে থানা ফাঁড়িতে এ সংবাদ পৌছে যায় এসময় আরো শক্তি সঞ্চয় করে পুলিশ সামনে গেলে ধাওয়া পাল্টা শুরু হয়।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক রাউন্ড ফাঁকা ফায়ার করেন, এসম মিছিল কারিরা দিক বিদিক হয়ে যায়।
তবে এ ঘটনায় হতাহতের কোন সংবাদ পাওয়া যায়নি। উক্ত ঘটনা জানতে ওসি শাহাদাত হোসেন এর কথা হলে তিনি বলেন মিছিল কারিরা আমার পুলিশ কিছু বুঝে ওঠার আগেই তারা আমাদের উপর হামলা করে।
ওদিকে বিএনপির নেতা কর্মীরা পুলিশ কে দায়ী করছেন।উক্ত ঘটনায় ৪২ জনের নাম উল্লেখ করে ও সাড়ে ৩শ জন কে অজ্ঞত করে একটি মামলা হয়েছে। এই মামলায় একদিনে ১৩ জনকে আটক করা হয়েছে।
১.মো: বশির আহম্মেদ(৪৫), পিতা-মৃত মোন্তাজ সরদার , গ্রাম- পুকুরিয়া, উপজেল বাঘারপাড়া, যশোর,
২. মো: মফিজুর রহমান(৫৫), পিতা-মো: মোসলেম মোল্যা , গ্রাম দশপাখিয়া,
৩. মো: শরিফুল ইসলাম(৩৫), পিতা-ছলেমান মোল্যা , গ্রাম- দেবীনগর, ৪. বেনজির আহম্মেদ রুহুল (৪৭ পিতা- মৃত হাফিজুর রহমান গ্রাম- দশপাখিয়া, ৫. মো: নজরুল ইসলাম(৫২), পিতা-মৃত আবুল কাসেম মোল্যা , গ্রাম- রামকৃষ্ণপুর,৬. রফিকুল ইসলাম(৫৫), পিতা-মৃত দলিল উদ্দিন মোল্যা ,গ্রাম- আজমপুর,
৭. কাজী মনিরুজ্জামান(৫৬), পিতা-মৃত মোদাচ্ছের , গ্রাম- জহুরপুর,৮. মো: তফজেল(৫০), পিতা-মৃত বেলায়েত হোসেন ,গ্রাম- দরাজহাট, ৯.মো: রাজু আহম্মেদ(৩২), পিতা-নজরুল ইসলাম , গ্রাম- দরাজহাট, ১০. মো: শাহিনুর রহমান শাহিন (৩৮ পিতা- ওলিয়ার রহমান,গ্রাম- দূর্গাপুর, ১১.মো: ওলিয়ার রহমান(৪৫), পিতা-মৃত গোলাম কাদের মোল্যা , গ্রাম- দরাজহাট,
১২। মো: নাজমুল হোসেন(৫০), পিতা-মো: এনায়েত মোল্যা, গ্রাম-তেঘরী, ১৩। মো: হাবিবুর রহমান(৪২), পিতা-আবুল হোসেন, গ্রাম-বাঘারপাড়া পৌরসভা(০২নং ওয়ার্ড),সর্ব উপজেলা বাঘারপাড়া, জেলা -যশোর।
মামলার কারনে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গাঢাকা দিয়েছে, বিএনপি পুলিশের মধ্যে চলছে চোর পুলিশের খেলা।হাট বাজার গুলোতে তুলনা মূলক পুরুষের সংখা অনেক টাই কম।
Leave a Reply