গত ২৭ জানুয়ারি ২০২৪,ওয়ার্ল্ড ফেডারেশন অফ বাংলাদেশী বুড্ডিষ্টস (WFBB )এর নির্বাহী কমিটির নিয়মিত ভার্চুয়্যাল সভা সভাপতি ডক্টর বসুমিত্র বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সদস্যরা আলোচনায় অংশ গ্রহন ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। সভায় ২০২৪ সালের কার্য্যক্রম নির্ধারণ সহ গুরুত্বপুর্ন কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।
আগামী ২৬শে ফেব্রুয়ারী ২০২৪,বাংলাদেশে ছড়া সম্রাট খ্যাত কবি ও ছড়াকার সুকুমার বড়ুয়ার জন্ম জয়ন্তী এবং সম্মাননা স্মারক প্রদান, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সর্বোচ্চ বৌদ্ধ ধর্মগুরু একুশে পদকপ্রাপ্ত শ্রীমৎ জ্ঞানশ্রী মহাথের এর অংশ গ্রহণে মহাসংঘদান, ছোটদের ছড়া ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে একটি স্মরণিকা প্রকাশ করা হবে ।
সংগঠনের উৎসাহী সদস্য সকলকে আগামী ১০ই ফেব্রুয়ারি এর মধ্যে লেখা, প্রবন্ধ, কবিতা ইত্যাদি প্রকাশনা সম্পাদনা পরিষদের পক্ষে ঝর্না বড়ুয়া বা মহাসচিব সুহাস বড়ুয়া বরাবরে জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে । আসন্ন গ্রীষ্মে আমেরিকায় WFBB এর উদ্যেগে যুব সম্মেলন এবং ইউরোপে, বৌদ্ধ দার্শনিক ও প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের আইনস্টাইন খ্যাত অধ্যাপক নাগার্যুনের দর্শনের উপর আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে।
বৌদ্ধ ছাত্র-ছাত্রীদের ইয়ুথ এক্সচেঞ্জ কার্যক্রম চালু করা হবে এবং থাইল্যান্ডে শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন করা হবে। ফ্রান্স থেকে যুগ্ম সচিব তাপস বড়ুয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট উদয়ন বড়ুয়া, মানবাধিকার সচিব স্বদেশ বড়ুয়া, জেনেভা থেকে সহ সভাপতি অরুণ জ্যোতি বড়ুয়া, ভারত থেকে সহ সভাপতি প্রকৌশলী সৌমেন বড়ুয়া,
কলকাতা থেকে আন্তর্জাতিক সম্পর্ক সচিব সুমন বড়ুয়া, ইতালি থেকে অর্থ সচিব সুমেধ তাপস বড়ুয়া, জাপান থেকে তথ্য প্রযুক্তি সচিব সৌমিত্র বড়ুয়া, থাইল্যান্ড থেকে যুগ্ম সচিব মৃদুল বড়ুয়া,
বস্টন থেকে মহাসচিব সুহাস বড়ুয়া, ম্যাসাচুসেটস থেকে প্রচার ও প্রকাশনা সচিব শিমুল বড়ুয়া, দক্ষিণ কোরিয়া থেকে উপজাতি কল্যাণ বিষয়ক যুগ্ম সচিব রানা বড়ুয়া ঝিসাং,
কানাডা থেকে সমাজ সেবা সচিব শিপ্রা বড়ুয়া, ক্যালিফোর্নয়া থেকে নারী ও শিশু বিষয়ক সচিব ঝর্না বড়ুয়া এবং নিউইয়র্ক থেকে সাংগঠনিক সচিব রণবীর বড়ুয়া। সভায় সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সভা শেষ করেন।
Leave a Reply