মাগুরার মহম্মদপুর উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের সরুপপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহতের নাম মোক্তার হোসেন মোল্যা (৪৫)। তিনি ওই গ্রামের রোকমান মোল্যার ছেলে। পেশায় কৃষক মোক্তারের স্ত্রী শিউলি পারভিন, এক ছেলে ও চার মেয়ে রয়েছে।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে আকাশ হঠাৎ কালো মেঘে ঢেকে যায়। একই সঙ্গে বৃষ্টি শুরু হয়। এ সময় মোক্তার পাট পচানোর কাজ রেখে নিরাপদ আশ্রয়ের জন্য সরুপপুর রাস্তার দিকে আসছিলেন। মাঠ থেকে পাকা রাস্তায় ওঠার পরপরই বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই মোক্তার হোসেন মোল্যা মারা যান।
এদিকে বজ্রপাতে নিহতের সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান। এ সময় তিনি নিহত মোক্তার আলীর পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।স্পন্দন
Leave a Reply