গতকাল বুধবার সকালে শহরের পালবাড়ি মোড়ে হালকা মেশিনারি বিক্রয়ের প্রতিষ্ঠান বাংলা ট্রেডার্সের উদ্বোধন করা হয়। এই প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল ।
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল বলেন, এখন থেকে কৃষক ও খামারি ভাইদের কষ্ট করে আর শহরের মধ্যে যেতে হবে না তারা চাইলেই এখান থেকে সকল পণ্য ক্রয় করতে পারবে।
প্রতিষ্ঠানের সিইও ইমানুর রহমান ইমন বলেন, বাংলা ট্রেডার্স মূলত সকল প্রকার কৃষি যন্ত্রপাতি ও খুচরা যন্ত্রাংশ বিক্রেতা।
এছাড়াও লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে তৈরি প্রায় সকল ধরণের পণ্য মেশিন, মেশিনারিজ নিয়ে কাজ করছে বাংলা ট্রেডার্র্স। গবাদিপশুর খড়-বিচালি, ঘাস ও ভুট্টা গাছ কাটার জন্য খড় কাটা মেশিন, সাইলেজ তৈরির জন্য সাইলেজ মেশিন, এছাড়া গবাদিপশুর ফিড তৈরির মেশিন, বিভিন্ন ধরনের স্প্রে মেশিন।
বাংলা ট্রেডার্স দোকানের পাশাপাশি অনলাইন/ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমেও পণ্য বিক্রয় করে থাকে। ফেসবুক অনলাইনের পাশাপাশি বাংলা ট্রেডার্সের ই-কমার্স সাইট এর মাধ্যমেও সকল মেশিনারি ক্রয় বিক্রয় করা হয়।এ সময় উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিইও ইমানুর রহমান ইমনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
Leave a Reply