কুমিল্লা সিটির মেয়র পদে উপনির্বাচনে চতুর্থ দিনের মতো প্রচারণা চলছে। অন্যান্য দিনের মতো উঠান বৈঠক আর গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থীরা।
ভোটারদের মন জয় করার আপ্রাণ চেষ্টা করছেন তারা। পাশাপাশি ভোটারদের দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।
জানা যায়, নগরীর ৪ নম্বর ওয়ার্ডের কাপ্তার বাজার এলাকায় বাস প্রতীকের প্রার্থী তাহসিন বাহার সূচনার উঠান বৈঠক রোববার অনুষ্ঠিত হয়।
ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার ১ নম্বর ওয়ার্ড এলাকায় গণসংযোগ করেন।
অপরদিকে ঘড়ি প্রতীকের প্রার্থী মনিরুল হক সাক্কু নগরীর কান্দিরপাড় এলাকায় প্রচারণা করেছেন।
কুমিল্লা সিটির ২৭টি ওয়ার্ডে আগামী ৯ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে শেষ হবে প্রচার-প্রচারণা।
অনলাইন ডেস্ক
Leave a Reply