বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে ওঠার লড়াইয়ে টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল।বুধবার (২৮ ফেব্রুয়ারি) মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে অলিখিত সেমিফাইনাল ম্যাচটি।
এলিমিনেটরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকেট পেয়েছে বরিশাল। অন্যদিকে নিউজিল্যান্ডের জেমস নিশামের বিধ্বংসী ইনিংসের পরও প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৬ উইকেটে হেরে ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া করেছে রংপুর।
তবে আরও এক কারণে এই দুই দলের লড়াই বাড়তি উত্তেজনায় রূপ নিয়েছে। দলগত লড়াই ছাড়িয়ে ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে বাড়তি গুরুত্ব পেয়েছে রংপুর-বরিশাল ম্যাচ।
লিগ পর্বের পর আরও একবার তামিম-সাকিব দ্বৈরথ দেখার সুযোগ পেয়েছে দর্শকরা। ঢাকা ও চট্টগ্রামে সেই দ্বৈরথ দেখেছিল ক্রিকেট ভক্তরা।
প্রথম লেগে তামিমের বরিশালের কাছে ৫ উইকেটে হারের লজ্জা পায় সাকিবের রংপুর। দ্বিতীয় লেগে শ্বাসরুদ্ধকর ম্যাচে বরিশালকে ১ উইকেটে হারায় রংপুর।
তবে দ্বিতীয় লেগে সাকিবের আউটের পর তামিমকে তারই (সাকিব) উদযাপনকে অনুকরণ করতে দেখা গেছে। যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে বিতর্কের জন্ম দেয়।
দুই তারকার মধ্যে সম্পর্কের তিক্ততা থাকলেও দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি তাদের কাছে বেশি গুরুত্ব পাবে। কেননা, এই ম্যাচের বিজয়ী দল ফাইনালে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল কুমিল্লার ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে।
সাকিব-তামিম লড়াই নিয়ে বরিশালের প্রধান কোচ মিজানুর রহমান বাবুলের ভাষ্য, দু’জন (সাকিব-তামিম) অবশ্যই বাংলাদেশের দুই সেরা ক্রিকেটার, দু’জন দুই দলের হয়ে খেলে।
দু’জনই চাইবে দলকে জেতাতে। এই টুর্নামেন্টে দু’জনই ভালো ক্রিকেট খেলছে। তাই যে ভালো খেলবে, তার দল জিতবে।
অনলাইন ডেস্ক আরটিভি
Leave a Reply