জমে উঠেছে কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচন। প্রচার প্রচারণায় সরগরম নির্বাচনী মাঠ। এরই মধ্যে টেবিল ঘড়ি প্রতীকের মেয়র প্রার্থী মনিরুল হকের উঠান বৈঠকে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে। একই সঙ্গে মনিরুল হকের মালিকানাধীন হোটেলে ভাঙচুরের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
সোমবার (৪ মার্চ) রাত ১০টায় প্রার্থীর নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হামলার জন্য বাস প্রতীকের প্রার্থীর সমর্থকদের দায়ী করেছেন মনিরুল হক।
প্রার্থী মনিরুল হক অভিযোগ করেন, সোমবার বাদ আসর কুমিল্লা নগরীর ৯নং ওয়ার্ড বাগিচাগাঁও এলাকায় ঘড়ি প্রতীকের পক্ষে উঠান বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠক শুরুর পূর্বে মানুষজন যখন এখানে জড়ো হন তখনই পার্শ্ববর্তী একটি ভবনের ছাদ থেকে ককটেল নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি করা হয়।
এ ছাড়াও একজন যুবক বোরকা পড়ে বৈঠকে হামলার চেষ্টা করে।
মনিরুল হক সাক্কু অভিযোগ করেন, বাগিচাগাঁওয়ে উঠান বৈঠকে হামলার কিছুক্ষণ পরে নগরীর রেসকোর্স এলাকায় অবস্থিত তার মালিকানাধীন হোটেল রেডরুফ-ইন-এ হামলা চালানো হয়।
এ সময় হোটেলে ভাঙচুরসহ হোটেলটির সুপারভাইজার কবির হোসেন, স্টাফ ফারুক, রুহুল আমিন ও নাসিরকে পিটিয়ে আহত করা হয়।
তিনি অভিযোগ করেন, সরকার দলীয় সমর্থক বাস প্রতীকের প্রার্থীর লোকজন এ হামলা চালিয়েছে।এছাড়াও গত শুক্রবার থেকে প্রতিদিনই তার উঠান বৈঠকে হামলা ও কর্মীদের মারধর করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
অনলাইন ডেস্ক আরটিভি
Leave a Reply