গুলিবিদ্ধ হয়ে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে জাপানিরা। শুক্রবার নারা শহরের যেখানে শিনজো আবে গুলিবিদ্ধ হন শনিবার সেখানে শোকাহত জাপানিদের ঢল নামে। তারা শিনজো আবের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দেশটির ইতিহাসে অস্বাভাবিক এই রাজনৈতিক সহিংসতায় পুরো জাতি শোকে মর্মাহত।
সাবেক প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে আসেন নাতসুমি নিওয়া নামে এক গৃহিনী। তিনি বলছিলেন, নারায় এমন ঘটনা ঘটায় আমি হতভম্ব। গুলিবিদ্ধ অবস্থায় শিনজো আবেকে যে হাসপাতালে নেওয়া হয়েছিল শনিবার সেখান থেকে একটি গাড়িবহর বেরিয়ে যেতে দেখেছেন স্থানীয়রা। সেখানে আবের মৃতদেহ ছিল বলে ধারণা করছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
শুক্রবার জাপানের পশ্চিমাঞ্চলের নারা শহরে বক্তব্য দেওয়ার সময় পেছন থেকে গুলি করা ৬৭ বছর বয়সি শিনজো আবেকে। পুলিশ ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে। তার বন্দুক বাজেয়াপ্ত করা হয়েছে।
জাপানে দুই মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আবে। তিনি দেশটিতে সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। অসুস্থতার কারণে ২০২০ সালে তিনি পদত্যাগ করেন।
তার অনুসারী প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা আগামী রোববার পার্লামেন্টের উচ্চকক্ষে ভোটের সম্মুখীন হবেন। বিশ্লেষকেরা বলছেন, তিনি আবের ছায়া থেকে সরে এসে প্রধানমন্ত্রী হিসেবে নিজের ভাবমূর্তি শক্তিশালী করার চেষ্টা করছেন।
আবে তার সরকারের অর্থনৈতিক নীতির জন্য সুপরিচিত। তাঁর সরকারের এই অর্থনৈতিক নীতি ‘আবেনমিকস’ নামে পরিচিত। তিনি প্রতিরক্ষা ব্যয় বাড়িয়ে সামরিক বাহিনীকে শক্তিশালী করেছিলেন।
সুত্র কালের কন্ঠ
Leave a Reply