শরীয়তপুরের জাজিরায় আদালতে নির্দেশে দাফনের একমাস পর আল ইসলাম নামের এক শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়েছে।সোমবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কেন্দ্রীয় কবরস্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, জাজিরা পৌরসভার দক্ষিণ ঘোষাল শিকদার কান্দি এলাকার রাসেল মাঝির একমাস বয়সী শিশুপুত্র আল ইসলাম ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিল। গত ৪ ফেব্রুয়ারি শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠান।
শিশুটির অবস্থার পরিবর্তন না হলে সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসা জন্য ঢাকা নিয়ে যাওয়ার কথা জানান চিকিৎসক। ঢাকায় নিয়ে যাওয়ার সময় একই উপজেলার ফকির মাহমুদ আকন কান্দি এলাকার কথিত কবিরাজ রহিম খান শিশুটিকে তার তত্ত্বাবধানে রেখে চিকিৎসার জন্য বলেন। ৫ ফেব্রুয়ারি কবিরাজি চিকিৎসা দেওয়া হলে ৮ ফেব্রুয়ারি শিশুটি মারা যায়।
এ ঘটনার শিশুটির বাবা রাসেল মাঝি কথিত কবিরাজ রহিম খানসহ পাঁচজনকে আসামি করে জাজিরা থানায় মামলা করেন। পরে চারজনকে গ্রেফতার করে আদালতে পাঠায় জাজিরা থানা পুলিশ।এদিকে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলনের নির্দেশ দেন আদালত।
আদালতের নির্দেশে দাফনের একমাস ৩ দিন পর শিশু আল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়।জাজিরা থানার পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা সুজন হক বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অনলাইন ডেস্ক
Leave a Reply