কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাকচাপায় রিপন মিয়া (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ৭টার দিকে পাকুন্দিয়া পৌর সদরের মরুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রাজগাতী এলার মৃত সিদ্দিক মিয়ার ছেলে। তবে তাৎক্ষণিক আহত দুইজনের নাম-পরিচয় জানা যায়নি।
জানা গেছে, দাদার জানাজায় উপস্থিত হতে গাজীপুর থেকে মোটরসাইকেলে ময়মনসিংহ জেলার নান্দাইলে যাচ্ছিলেন রিপনসহ আরও দুইজন।
পথে পাকুন্দিয়া পৌর সদরের মরুরা এলাকায় পৌঁছালে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন তার পেছনে থাকা দুই আরোহী। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু আরটিভি নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
অনলাইন ডেস্ক
Leave a Reply