২৫ মার্চ্ ডিবি যশোরের এসআই (নিঃ)/খান মাইদুল ইসলাম রাজিব, এসআই(নিঃ)/হরষিত রায়, এএসআই(নিঃ) মোঃ নাজমুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্র ০৮.২০ মিনিটে যশোর শার্শা থানাধীন ছোট মান্দারতলা গ্রামস্থ আলমগীরের বাড়ির সামনে
(পাপড়াতলা টু সোনামুখী বিল গামী) কাঁচা রাস্তার উপর হইতে আসামী ১। জিয়াউর রহমান(৪০), পিতা-শফিউর রহমান, মাতা-মোছাঃ জোহরা খাতুন, সাং-শ্যামলাগাছি, ২। মোঃ সেলিম(৪৩), পিতা-মোঃ সুরুজ মিয়া, মাতা-মোছাঃ সাজেদা খাতুন, সাং-হরিনাপোতা
(হরিনাপোতা প্রাইমারী স্কুলের পিছনে), উভয় থানা-শার্শা, জেলা-যশোর দ্বয়কে ০২ কেজি গাঁজা সহ গ্রেফতার করেন। জব্দকৃত গাঁজার মুল্য অনুমান ৮০,০০০/-টাকা। এ সংক্রান্তে এসআই খান মাইদুল ইসলাম রাজিব বাদী হয়ে শার্শা থানায় এজাহার দায়ের করেন।
Leave a Reply