চাঁপাইনবাবগঞ্জের ভারতীয় সীমান্তে বিভিন্ন সময় উদ্ধার হওয়া প্রায় ৬৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
শনিবার বিকালে রহনপুর ৫৯ বিজিবি ব্যাটেলিয়ন ক্যাম্পে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ৫৯ (রহনপুর) ব্যাটেলিয়ন গত এক বছরে এসব মাদকদ্রব্য উদ্ধার করে।
এর আগে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত মহাপরিচালক রংপুর রিজিওনের রিজিওন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম শাহিদ। এসময় স্বাগত বক্তব্য রাখেন, রহনপর ৫৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.গোলাম কিবরিয়া।
অনুষ্ঠানে শিবগঞ্জ ও ভোলাহাট থানার বিজ্ঞ আদালতের আদেশে ফেনসিডিল, বিদেশি মদ, ইয়াবা, হিরোইন নেশা জাতীয় ইঞ্জেকশন ধ্বংস করা হয়।
Leave a Reply