আজ ৩১ মার্চ ২০২৪ তারিখ রবিবারে মেহেরপুর সদর উপজেলায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের আওতায় রাজনৈতিক, সাম্প্রদায়িক ও ধর্মীয় সহিংসতা নিরসন এবং শান্তি স্থাপনের জন্য পিএফজি কমিটি গঠন করে ভবিষ্যতে কার্যকরি ভূমিকা রাখার জন্য শিক্ষা উদ্যান কোচিং সেন্টারের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোছা: রোকসানা খাতুন, কাউন্সিলর এবং অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এস এম মুজাহিদ আল মুন্না, খন্দকার সামসুজ্জোহা, মো: আজমুল হোসেন পিন্টু-বিএনপি, সাখাওয়াত হোসেন, সভাপতি জাতীয় পার্টি এবং রেহানা খাতুন, সভাপতি মহিলা যুবলিগ প্রমুখ।
সকল উপস্থিত সদস্যবৃন্দ সহিংসতা নিরসনে করনীয় শির্ষক মূল্যবান বক্তব্য তুলে ধরেন।
এমআইপিএস প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর এস এম রাজু জবেদ এবং ইয়োথ এন্ড জেন্ডার ইমপাওয়ারমেন্ট এক্সপার্ট অনিন্দিতা বিশ্বাস সহিংসতা নিরসনে করনিয় এবং প্রকল্পের লক্ষ্য উদ্দ্যেশ্য সকলের সামনে তুলে ধরেন।
এছাড়া পিএফজি কমিটি গঠন এবং ভবিষ্যৎ কার্যকারিতা করার বিষয় নিয়ে সার্বিক আলোচনা করা হয়।
আলোচনার সার্বিক সঞ্চালনার দায়িত্ব পালন করেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর মো: আশরাফুজ্জামান।
Leave a Reply