লালমনিরহাট জেলা পরিষদের সাবেক সদস্য সেলিম হায়দার একটি প্রতারণা মামলায় গ্রেফতার হয়েছেন।তিনি জেলা পরিষদের সাবেক আদিতমারী উপজেলা সদস্য ও আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।
সেলিম হায়দার এর বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ঝাড়িরঝার এলাকায়।সেলিম হায়দারের বিরুদ্ধে বাদী হয়ে ফিরোজ আহমেদ নামে একজন প্রতারণা ও বাদীকে ভয়ভীতি দেখানোর মামলা করেন। সেই মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী ছিলেন সেলিম হায়দার।
প্রতারনা মামলায় কোর্ট থেকে ওয়ারেন্ট থাকায় তাকে মঙ্গলবার (২ এপ্রিল) বিকালে সাপ্টিবাড়ি এলাকা থেকে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে গ্রেফতার করে আদিতমারী থানা পুলিশ।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী বলেন, ঢাকা পল্টন থানায় তার বিরুদ্ধে একটি প্রতারণা মামলা থাকায় মামলাটির ধারা (CR- 1083/20 Under section 406/420/506 penal code)। কোর্ট থেকে তার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়।
পরে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে। সেলিম হায়দার সেনা সদস্যের চাকুরী হতে অভ্যহতি নিয়ে ঢাকার ফকিরাপুলে এক আদম ব্যবসায়ীর অফিস সহকারী পদে যোগদান করেন।
পরবর্তীতে অর্থের লোভে নিজেই একটি অফিস খুলে আদম ব্যবসা শুরু করেন। আদম৷ ব্যবসার পাশাপাশি বিভিন্ন প্রতারণা মূলক কাজে জড়িয়ে পরেন।
আস্তে আস্তে তিনি হয়ে উঠেন প্রতারক চক্রের মূল হোতা। মালিক হন কোটি কোটি টাকার।
Leave a Reply