লালমনিরহাটে স্বামীর থাপ্পড়ে লাভলী বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী জোবায়েরকে (৪৫) আটক করেছে পুলিশ।
বুধবার (১০ এপ্রিল) দুপুরে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের মোক্তারটারী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, লাভলী বেগম ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন। এদিন দুপুরে সংসারের বিষয় নিয়ে এ দম্পতির মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে শাসন করতে স্ত্রীকে থাপ্পড় মারেন জোবায়ের।
এতে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে লাভলী বেগমের মৃত্যু হয়। স্ত্রীর মরদেহ নিয়ে বাড়িতে ফিরে মরদেহের পাশে বসে কান্নায় ভেঙে পড়েন জোবায়ের। এরপর পুলিশ লাভলীর মরদেহ উদ্ধার করে এবং জোবায়েরকে আটক করে।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদউন নবী বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হচ্ছে। নিহতের স্বামী জোবায়েরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইন ডেস্ক
Leave a Reply