লালমনিরহাটে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) দুপুরে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় এ ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সদর আসনের সংসদ সদস্য অ্যাড. মতিয়ার রহমান এমপি, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. মতিয়ার রহমান বলেন, আওয়ামী লীগ সরকার দেশ ও মানুষের কথা সবসময় ভাবে।
সেজন্য যেকোন প্রাকৃতিক দুর্যোগে জনগণের কষ্টের সময় পাশে থেকে তাদের দু:খ লাঘবে সচেষ্ট থাকে।
লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এ বি এম আরিফুল হকের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা বেগম লাকী।
অনুষ্ঠানে ৩০ টি ক্ষতিগ্রস্থ পরিবারকে ২ বান করে ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা এবং ২টি শিক্ষা প্রতিষ্ঠানকে ৫ বান করে ঢেউটিন ও নগদ ১৫ হাজার টাকা প্রদান করা হয়।
Leave a Reply