আজ ২৮ এপ্রিল রবিবার সাতকানিয়া চৌকি আদালতে উদযাপিত হল জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৪। আদালত মাঠ হতে র্যালী বের করা হয়। তাতে অংশ গ্রহণ করেন লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সাতকানিয়া যুগ্ম জেলা জজ আদালতের বিজ্ঞ বিচারক জনাব দেলোয়ার হোসেন ও লোহাগাড়া সহকারী জজ আদালতের বিজ্ঞ বিচারক জনাব শরিফুল হক, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান সহ সাতকানিয়া আইনজীবী সমিতির সদস্যবৃন্দ ও আইনজীবী সহকারীবৃন্দা এবং বিচারপ্রার্থী জনগণ সহ অনেকে।
র্যালিটি থানার সামনে হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে সাতকানিয়া আদালত মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কুরাণ তেলাওয়াত করেন এডভোকেট হাফেজ হোসাইন মোহাম্মদ এরশাদ, পবিত্র গীতা পাঠ করেন এডভোকেট ঠাকুর চাদ নন্দি, সভাপতিত্ব করেন যুগ্ম জেলা জজ আদালতের বিজ্ঞ বিচারক জনাব দেলোয়ার হোসেন,
উদ্বোধক ছিলেন সাতকানিয়া আইনজীবী সমিতির সভাপতি ও প্রবীণ আইনজীবী বাবু সুনিল কান্তি বড়ুয়া, সঞ্চালক ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা পি পি ও সাতকানিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মেসবাহ উদ্দীন আহমেদ চৌধূরী কচির।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবাইর, সাতকানিয়া আইনজীবী সমিতির সভাপতি বাবু সুনিল বড়ুয়া, লোহাগাড়া সহকারী জজ আদালতের বিজ্ঞ বিচারক শরিফুল হক, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, ওসি তদন্ত সাতকানিয়া ও লোহাগাড়া থানা।
অধ্যক্ষ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজ, প্রধান শিক্ষক সাতকানিয়া উচ্চ বিদ্যালয়, প্যানেল আইনজীবী এডভোকেট শাহাদত হোসেন হিরু। লোহাগাড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব ইব্রাহীম কবির, সাতকানিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনজুমান আরা বেগম, ভাইস চেয়ারম্যান ছালেহ উদ্দীন হাসান চৌধূরী।
শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসাবে সম্মাননা স্বারক দেওয়া হয় এডভোকেট হুমাইরা হাসনা চৌধূরী ও এডভোকেট ঠাকুর চাদ নন্দিকে। সমাপনী বক্তব্য রাখেন, বিজ্ঞ বিচারক দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতকানিয়া আইনজীবী সমিতির সকল সদস্যবৃন্দ,
আইনজীবী সহকারীবৃন্দ, বিজ্ঞ আদালতের কর্মকর্তাবৃন্দ, সাতকানিয়া ও লোহাগাড়ার বিভিন্ন শ্রেণির পেশাজীবী ও কর্মজীবী মানুষ।দুপুর দুইটার পর গান পরিবেশন করা হয় এবং যাদু প্রদর্শন করা হয়। যাদু প্রদর্শন করেন যাদু শিল্পী নয়ন আচার্য।
Leave a Reply