কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি বের করেছে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট। রবিবার (২৮ এপ্রিল) সকালে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ৫ দিন ব্যাপী উদযাপন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন পলিটেকনিক ইনস্টিটিউট’র অধ্যক্ষ প্রকৌশলী এ.জে.এম মাসুদুর রহমান।
“স্মার্ট শিক্ষা র্স্মাট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” স্লোগানে ৫ দিন ব্যাপী কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদযাপন অনুষ্ঠানের প্রথম দিনে শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দের সমন্বয়ে পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য র্যালিটি বের করা হয়। আনন্দ র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনঃরায় ক্যাম্পাস অডিটরিয়ামে আয়োজিত সম্মেলনে মিলিত হয়।
২য় দিন সোমবার (২৯ এপ্রিল) অধ্যক্ষ প্রকৌশলী এ.জে.এম মাসুদুর রহমানের সভাপতিত্বে অভিভাবক সম্মলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিব খাঁন। প্রবন্ধ উপস্থাপন করেন, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর চিফ ইন্সট্রাক্টর (টেক/ফুড) ডঃ মোঃ আরিফুল আলম। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, চীফ ইন্সট্রাক্টর আব্দুল মালেক, আফিদা রহমান, দূর্গাচরন রায় প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও ইনস্ট্রাক্টরগণ।তৃতীয় দিন মঙ্গলবার (৩০ এপ্রিল) অভিভাবক সমাবেশ অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী এ জে এম মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ সেলিম আহমেদ।
অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন আব্দুল মালেক চীফ ইন্সট্রাক্টর, ডঃ মো: আরিফুল আলম চীফ ইন্সট্রাক্টর (ফুড), আফিদা রহমান চীফ ইন্সট্রাক্টর, দূর্গা চরণ রায় চীফ ইন্সট্রাক্টর প্রমূখ। আরও উপস্থিত ছিলেন মেস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আল আমিন ও সাধারন সম্পাদক শাহ আলম।
সভাপতি অধ্যক্ষ প্রকৌশলী এজেএম মাসুদুর রহমান তার বক্তৃতায় বলেন, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের আরো সচেতন হতে হবে। প্রতিটি শিক্ষার্থীর মা ও বাবা যদি তাদের সন্তানের উপর সচেতন হন তবে ওই সন্তানের অবশ্যই ভালো রেজাল্ট হবে। সেইসাথে মাঝে মাঝে প্রতিষ্ঠানে এসে সন্তানের খোঁজ-খবর নিলে তারা লেখাপড়ায় ফাঁকি দিতে পারবে না।
প্রতিটি শিক্ষার্থীর দিকে বিশেষ নজর দিতে হবে। শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করার পরামর্শ প্রদান করেন । এতে প্রতিষ্ঠানের সুনাম ও মান বৃদ্ধি পাবে। এজন্য শিক্ষক-অভিভাবকদের সমন্বয়ে ৬ মাস অন্তর অন্তর এ ধরণের অভিভাবক সমাবেশ করতে হবে। এতে প্রতিষ্ঠানে শিক্ষার মান আরও উন্নত হবে।
এ ছাড়া অত্র প্রতিষ্ঠানের সকল বিভাগের বিভাগীয় প্রধান,শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন ।
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে বিভিন্ন পর্বের শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ অভিভাবক সমাবেশে অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে ৫ দিন ব্যপী কর্মসূচির মধ্যে বর্ণাঢ্য র্যালি, অভিভাবক সম্মেলন, কারিগরি মেলা, সেমিনার, জব ফেয়ার, স্কিল কম্পিটিশনসহ বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচি হাতে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট।
Leave a Reply