টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন ছিন্নমূল জনকল্যাণ সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা মরহুম আলহাজ্ব আবুল হোসেনের স্বরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (০১ মে) সকালে গোবিন্দাসী ইউনিয়ন ছিন্নমূল জনকল্যাণ সংস্থার উদ্যোগে গোবিন্দাসী কিন্ডারগার্টেন স্কুলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বৃক্ষ রোপন ও দুস্থদের মধ্যে ছাগল বিতরণ করা হয়।
গোবিন্দাসী ইউনিয়ন ছিন্নমূল জনকল্যাণ সংস্থার সভাপতি মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কোনাবাড়ি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক ও ছিন্নমূল জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম, ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম প্রামাণিক, টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির যুগ্ন সম্পাদক ও মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের আইন সম্পাদক মোঃ জাহিদ শামস (হুমায়ুন),
অবসরপ্রাপ্ত কৃষি ব্যাংক কর্মকর্তা বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ নুরুজ্জামান বাবলু, ছিন্নমূল জনকল্যাণ সংস্থার সাবেক সাধারণ মোঃ আবুল হোসেন বাবলু, সদস্য মাওলানা আব্দুল ওয়ারেছ আনসারী, মোঃ আব্দুল হালিম প্রামাণিক, কুকাদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান,
গোবিন্দাসী সবুজ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, গোবিন্দাসী বাজার বণিক সমিতির সাবেক সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল, মরহুম আলহাজ্ব আবুল হোসেনের ছেলে মোঃ আলিমুল বারী, গোবিন্দাসী কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক মোঃ রবিউল ইসলাম রবি সহ শিক্ষক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন- সাংবাদিক খাইরুল খন্দকার।
উল্লেখ্য, মরহুম আলহাজ্ব আবুল হোসেন গত ১৯ জানুয়ারি-২০২৪ ইং সকাল সাড়ে ৭ টার সময় ঢাকায় তার নিজ বাসায় ইন্তেকাল করেন। তিনি গোবিন্দাসী গ্রাম জামে মসজিদের সাধারণ সম্পাদক, সবুজ পরিষদের কোষাধ্যক্ষ সহ বিভিন্ন শিক্ষা, সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠানের একান্ত সহযোগী ও সমাজসেবক ছিলেন।
Leave a Reply