“শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে সারাদেশের ন্যায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
বুধবার (১ মে) সকাল ১১টায় লালমনিরহাট আওয়ামী লীগ অফিস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড় চত্বর ঘুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
এতে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শ্রমজীবী ও অন্যান্য সংগঠক নেতৃবৃন্দরা।
পরে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন ও শ্রম কল্যাণ কেন্দ্র লালমনিরহাটের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মতিয়ার রহমান। তিনি বলেন, বিশ্বব্যাপী আর্থসামাজিক উন্নয়নে শ্রমজীবী মানুষের কঠোর পরিশ্রম, ত্যাগ ও ভূমিকা অনস্বীকার্য।
তাই দেশের উন্নয়ন নিশ্চিত করতে হলে শ্রমিকের অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে হবে। শ্রমিকদের ঘামে দেশ বাঁচে, শ্রমিকদের ঘামে দেশের অর্থনৈতিক টিকে থাকে।
শ্রমিকেরা দেশের জন্য সম্পদ বলে মন্তব্য করেন তিনি। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন,
অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, জাতীয় শ্রমিক লীগ লালমনিরহাট জেলা শাখার আহবায়ক বুলবুল আহমেদ ও সদস্য সচিব জহুরুল ইসলাম টিটু।
স্বাগত বক্তব্য রাখেন শ্রম কল্যাণ কেন্দ্র লালমনিরহাটের মেডিকেল অফিসার আফরোজা খাতুন।
Leave a Reply