বগুড়ায় বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে আফসানা আক্তার (২০) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু ও মোটরসাইকেলের চালক তাওসিফ হোসেন (২২) নামের এক তরুণ আহত হয়েছেন।
শনিবার (১১ মে) দুপুর ১টার দিকে সদর উপজেলার পীরগাছা-মহাস্থানগড় সড়কের পীরগাছা বন্দরে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ার রুইল শেখের মেয়ে ও সরকারি আজিজুল হক কলেজের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী আফসানা আক্তার। এদিন দুপুরে তার বন্ধু তাওসিসের সঙ্গে তিনি ঘুরতে বের হন।
পীরগাছা এলাকায় তাওসিফের মোটরসাইকের নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মাথায় আঘাত পেয়ে আফসানার মৃত্যু হয়। স্থানীয়রা তাওসিফকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠান। তিনি সেখানে চিকিসাধীন রয়েছেন।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রনি কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অনলাইন ডেস্ক
Leave a Reply