তেলেগু অভিনেত্রী পবিত্রা জয়রাম সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। রোববার (১২ মে) অন্ধ্রপ্রদেশের মেহবুবা নগরের কাছে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। খবর এনডিটিভির।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিনেত্রী পবিত্রা জয়রামের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। এ সময় হায়দরাবাদ থেকে বনপারথিগামী একটা বাস ডান দিক থেকে এসে অভিনেত্রীর গাড়িতে ধাক্কা মারে। এতে পবিত্রা গুরুতর জখম হন এবং ঘটনাস্থলেই মারা যান।
আরও জানা গেছে, পবিত্রার গাড়িটি কর্নাটকের মান্ডা জেলার হানাকেরেতে ফিরছিল। একই গাড়িতে ছিলেন অভিনেত্রীর মামাতো বোন অপেক্ষা, গাড়িচালক শ্রীকান্ত ও অভিনেতা চন্দ্রকান্ত। দুর্ঘটনায় তারাও গুরুতর আহত হয়েছেন। ইতোমধ্যে সড়ক দুর্ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।
পবিত্রার মৃত্যুতে তার সহঅভিনেতা সমীপ আচার্যসহ আরও অনেকেই শোকপ্রকাশ করেছেন।
প্রসঙ্গত, তেলেগু টেলিভিশনের ধারাবাহিক ‘ত্রিনয়নী’ দিয়ে জনপ্রিয় হয়ে ওঠা অভিনেত্রী পবিত্রা জয়রাম বেশ কয়েকটি কন্নড় সিরিয়ালেও অভিনয় করেছেন। পেয়েছেন জনপ্রিয়তা।
অনলাইন ডেস্ক
Leave a Reply