মাগুরার মহম্মদপুর উপজেলার খানপাড়া ঈদগাহ মাঠে মসজিদ উন্নয়নের টাকা উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
রবিবার (১০ জুলাই) সকালে উপজেলার জয়রামপুরের খানপাড়া ঈদগাহ মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করেছে। আহতদের মধ্যে ৬ জনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন নাসির খান (২০), পারভেজ খান (২৬), রুবেল খান (২৬), আরিফ খান (১৫), ওবায়দুর রহমান লালু খান ( ৫০) ও সভাআলী (২৫)। আহতদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নহাটা ইউনিয়নের জয়রামপুর ঈদগাহ মাঠে নামাজ শেষে জয়রামপুর মসজিদ উন্নয়নের টাকা উত্তোলনকে কেন্দ্র করে ৮ নং ওয়ার্ড মেম্বার ফরহাদ হোসেন, ইমদাদ মোল্ল্যা, ফজর আলীর সঙ্গে নাসির খানের কথা কাটাকাটি হয়। এ নিয়ে তাদের মধ্যে মারামারি হয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মাকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, মহম্মদপুর ঈদগাহ ময়দানে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কিছু লোক আহত হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করা হয়েছে। বর্তমানে সেখানে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
সুত্র সময়য়ের খবর
Leave a Reply