কামরুজ্জামান অন্তর, শালিখা প্রতিনিধি: মাগুরা শালিখা উপজেলায় শতখালী ইউনিয়ন পরিষদের সরকারি ১০টাকা কেজিতে চাউল খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার কিশোর গ্যাং সন্ত্রাসী বাহিনীর আক্রমণের শিকার হয়েছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার সিমাখালী বাজার এলাকায় মাগুরা টু যশোর হাইওয়ে সড়ক এর পাশে অবস্থিত মোমরেজ ভিলার সামনে।আহত অবস্থায় প্রতক্ষদর্শীরা উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আক্রমনের শিকার খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার মোঃ সরোয়ার হোসেন জানান ২২/০৯/২০২২ ইং তাং বৃহস্পতিবার ১০টাকা কেজি সরকারি চাউল বিতরণ শেষে বিকাল ৪টার সময় বাড়ীতে যায় এবং সন্ধ্যায় আবার অফিসের সামনে নিজ গাড়ী থেকে নামতেই কতিপয় অজ্ঞাতনামা ৮- ১০জন যাদের বয়স ২০-২২এর মধ্যে আমাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মরতে শুরু করে এবং ছুরি দিয়ে আঘাত করে আমি দৌড়ে পাশে থাকা জহিরের চায়ের দোকানে উঠি এবং প্রান রক্ষা পাই।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান আমি এ-ই গুরূপে থাকা চার জন কে চিনতে পেরেছি মোঃসম্রট হোসেন,পিতাঃনাজিম পাটোয়ারী মোঃ তুহিন পিতাঃমন্টু(কসাই), ইমরান হোসেন পিতাঃমোঃজাফর(ড্রাইভার),কামাল হোসেন পিতা মান্নান,উভয়ই সাং সিমাখালী। গাড়ী ভাংচুর করে এবং গাড়ী তে থাকা টাকা পয়সা সব নিয়ে পালিয়ে যায়। তিনি বলেন আমি এক জন মুক্তি যোদ্ধার সন্তান এবং মুক্তি যোদ্ধা সন্তান সংসদ কাউন্সিলের মাগুরা জেলা আহবায়ক।
খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসেন শালিখা থানা অফিসার ইনচার্জ জনাব বিশারুল ইসলাম।তিনি ঘটনা স্থল পরিদর্শন করেন এবং যারা এঘটনার সাথে জড়িত দের কে তদন্ত করে আইনের আওতায় আনা হবে ,ও মামলার পুর্বপ্রস্তুতি চলছে বলে জানান
Leave a Reply