1. admin@somajerchitro.com : admin :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
৪ মাসে বহিষ্কার শতাধিক বিতর্কিতদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যশোর বিএনপি মামলার হয়রাণি থেকে রক্ষা পেতে যশোরের তিন গ্রামের মানুষের মানববন্ধন ও সংবাদ সম্মেলন যশোরের বাঘারপাড়ায় ছুরিকাঘাতে ইটভাটার শ্রমিক খুন তিন শ্রমিক আটক বিইপিআরসির সঙ্গে হাইড্রোজেন জ্বালানির নতুন প্রযুক্তি তৈরি শীর্ষক প্রকল্পে চুক্তি করলো যবিপ্রবির ড.আমিনুল বেনাপোল-ঢাকা রুটে যুক্ত হল নতুন ট্রেন;প্রথম দিনেই শিডিউল বিপর্যয় অতিরিক্ত ট্রেনের দাবিতে বিক্ষোভ মানববন্ধন বেনাপোল দিয়ে সাজাভোগ শেষে ২৬ জন পুরুষ-নারী-শিশু দেশে ফিরল সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্যের বিরুদ্ধে দুদকের মামলা কেশবপুর মডার্ণ হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু সংবাদ সম্মেলনে পরিবারের ন্যায়বিচার দাবি উদ্বোধনী দিনেই যশোরে ফুলের বদলে কালো পতাকায় সংবর্ধিত রূপসী বাংলা এক্সপ্রেস ফিরে দেখা ২০২৪ আলোচিত ফুটবলারদের অবসর
৪ মাসে বহিষ্কার শতাধিক বিতর্কিতদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যশোর বিএনপি মামলার হয়রাণি থেকে রক্ষা পেতে যশোরের তিন গ্রামের মানুষের মানববন্ধন ও সংবাদ সম্মেলন যশোরের বাঘারপাড়ায় ছুরিকাঘাতে ইটভাটার শ্রমিক খুন তিন শ্রমিক আটক বিইপিআরসির সঙ্গে হাইড্রোজেন জ্বালানির নতুন প্রযুক্তি তৈরি শীর্ষক প্রকল্পে চুক্তি করলো যবিপ্রবির ড.আমিনুল বেনাপোল-ঢাকা রুটে যুক্ত হল নতুন ট্রেন;প্রথম দিনেই শিডিউল বিপর্যয় অতিরিক্ত ট্রেনের দাবিতে বিক্ষোভ মানববন্ধন বেনাপোল দিয়ে সাজাভোগ শেষে ২৬ জন পুরুষ-নারী-শিশু দেশে ফিরল সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্যের বিরুদ্ধে দুদকের মামলা কেশবপুর মডার্ণ হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু সংবাদ সম্মেলনে পরিবারের ন্যায়বিচার দাবি উদ্বোধনী দিনেই যশোরে ফুলের বদলে কালো পতাকায় সংবর্ধিত রূপসী বাংলা এক্সপ্রেস ফিরে দেখা ২০২৪ আলোচিত ফুটবলারদের অবসর

বুদ্ধপূর্ণিমার আলোয় আলোকিত হোক বিশ্ব

  • বুধবার, ২২ মে, ২০২৪
  • ১০৩ বার পড়া হয়েছে

বুদ্ধপূর্ণিমার আলোয় আলোকিত হোক বিশ্ব

আজ মহান বুদ্ধপূর্ণিমা- ২৫৬৮ বুদ্ধবর্ষ। বুদ্ধ পূর্ণিমা বিশ্বে বৌদ্ধদের প্রধানতম ধর্মীয় ও জাতীয় উৎসব। আজ থেকে ২৬৪৭ বছর পূর্বে এদিনে বৌদ্ধধর্মের প্রবর্তক মহামানব গৌতম বুদ্ধ কপিলাবস্তুর লুম্বিনী কাননে (নেপালে) জন্মগ্রহণ করেন, ২৬১২ বছর পূর্বে বুদ্ধগয়ায় বুদ্ধত্ব লাভ এবং ২৫৬৮ বছর পূর্বে কুশিনগরে মহাপরিনির্বাণ লাভ অর্থাৎ দেহত্যাগ করেন। তাই ত্রি-স্মৃতি বিজড়িত এই দিনটি বৌদ্ধদের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্রতম দিন।

বিশ্বের আলো খ্যাত মহামানব তথাগত গৌতম বুদ্ধ শান্তির নন্দিত প্রতীক হিসাবে বিবেচিত। ১৯৯৯ সালে বিশ্বের মিলনসভা খ্যাত জাতিসংঘ মহামানব গৌতম বুদ্ধের জীবনে সংঘটিত ত্রি-স্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমাকে ‘ভেসাক ডে’ বা ‘বৈশাখী দিবস’ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। সেই থেকে প্রতিবছর যথাযথ মর্যাদা সহকারে উদযাপন ও পালনের ব্যবস্থা গ্রহণ করেছে জাতিসংঘ।

বৌদ্ধপ্রধান রাষ্ট্রসমূহে বিপুল সমারোহে এবং জাতিসংঘের সদস্য দেশগুলো সরকারি ভাবে এ দিবসটি ভেসাক ডে হিসাবে পালন করছে। অসাম্প্রদায়িক বাংলাদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয় এবং মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী পৃথক বাণী প্রদান করেছেন। কিছুকিছু জতীয় ও স্থানীয় পত্রিকা বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, রেডিও-টেলিভিশনে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করে থাকে।

জগতে মহাপুরুষের আবির্ভাব অত্যন্ত দুর্লভ। কিন্তু তার চেয়ে বেশি বিরলতম ঘটনা হলো একই দিনে জন্ম, বোধিজ্ঞান লাভ এবং মহাপরিনির্বাণ তথা দেহত্যাগ। বুদ্ধের জীবনে এই বিরলতম ঘটনাত্রয় সংঘটিত হয়েছে বৈশাখী পূর্ণিমা তিথিতে। তাইতো দিবসটি বৌদ্ধদের নিকট গভীর তাৎপর্যবহ।

বৌদ্ধ ধর্ম পৃথিবীর প্রাচীন ধর্মগুলোর অন্যতম। ত্রিপিটকে উল্লেখ আছে, জগৎ অনাচার-পাপাচারে নিমজ্জিত হলে জগতের কল্যাণে এবং মানুষকে জীবনের সঠিক ও আলোর পথে পরিচালিত করতে বুদ্ধ ধরায় এসেছিলেন। তিনি মানুষকে কেবল মানুষ হিসেবে দেখেছিলেন। বুদ্ধের আবিস্কৃত ধর্মে মূলমন্ত্র হচ্ছে জগতের সকল প্রাণী সুখী হোক। গৌতম বুদ্ধ বিশ্বের মানুষের দুঃখ-বেদনাকে নিজের দুঃখ বলে হৃদয়ে উপলব্ধি করেন।

মানবজীবনের দুঃখ তার দৃষ্টিগোচর হলে তিনি সম্পদ, ঐশ্বর্য তথা সংসারজীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েন। জন্ম, জরা, ব্যাধি ও মৃত্যু- এ চারটির কারণ উদ্ঘাটন এবং মুক্তির লক্ষ্যে নিমগ্ন হন। এক সময় রাজপ্রাসাদের বিত্তবৈভব, সুখ ও স্বজনের মায়া ত্যাগ করে সিদ্ধিলাভের পন্থা অন্বেষণে বেরিয়ে পড়েন অজানার পথে। দীর্ঘ ছয় বছর সাধনার পর গৌতম বুদ্ধ বোধিপ্রাপ্ত হন এবং দীর্ঘ ৪৫ বছর ধর্ম প্রচার করেন। মাহমতি বুদ্ধ বৌদ্ধধর্মের প্রবর্তক, সমাজসংস্কারক, মানবতার ধ্বজাধারী। বুদ্ধের দেশিত বোধিজ্ঞান বা চারি আর্য সত্য ও আর্য অষ্টাঙ্গিক মার্গ একটি ক্রুটিমুক্ত সহজ সরল পুণ্যময় উত্তম জীবনবিধান যা পৃথিবীর সকল মানুষ সহজেই অনুধাবন, অনুধ্যান ও অনুশীলন করতে পারে। তাইতো তিনি আজ বিশ্বজয়ী।

বুদ্ধের বিশ্বজয়ের কাহিনী জানতে হলে, নিজেকে বিশ্বজনীন করতে হবে, বিশ্বের সর্ববৃহৎ ধর্মগ্রন্থ “ত্রিপিটক” অনুশীলন করতে হবে। ত্রিপিটকের মুল ভাষা পালি হলেও এখন বাংলা, ইংরেজি সহ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। আসুন আমরা ত্রিপিটক অনুশীলনের মাধ্যমে প্রথমে নিজেকে জয় করি, বুদ্ধবাণী প্রচার-প্রসারের মাধ্যমে বুদ্ধের শাসন-সদ্ধর্মের শ্রীবৃদ্ধিতে এবং বিশ্বশান্তি কামনায় অবদান রাখি। শুভ বুদ্ধ পূর্ণিমার আলোয় ‘জগতের সকল প্রাণী সুখী হোক’।

লেখক :
লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া
মোবাইল : ০১৮১৭৭২০৮২৯
e-mail : ujjalb1970@gmail.com

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews