সাঈদা ডায়ানা এঞ্জেলিকা ও রাহিম আহমদ এর পুত্র সন্তানের জন্ম হয়েছে বুধবার,১৫ মে ২০২৪,১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী ।ভোর ২টা ৪৭ মিনিটে নিউইার্ক সিটির ম্যানহাটানের মাউন্ড সিনাই হাসপাতালে এ দম্পতির সন্তানে জন্ম হয়েছে।
নাম রাখা হয়েছে রাহমি ম্যাক্সওয়েলফেড আহমেদ । Rahmi Maxwilfred Ahmed.সাঈদা ডায়ানা এঞ্জেলিকার মা সংস্কৃতি দম্পতি মাসুদা ইয়াসমী রুমা ও বাবা সৈয়দ সাইফুল হক বাবুল (কাজি বাবুল)।
এবং রাহিম আহমেদ এর মা সংস্কৃতিক দম্পতি মাকসুদা আহমেদ ও বাবা মামুন রহমান। এঞ্জেলিকার মামা সংস্কৃতি দম্পতি ,
প্রবাসের প্রথম ইংরেজী পোর্টাল ডেইলী ন্যাশানেলনিউজ, বাপসনিউজ ও সাপ্তাহিক গণবাংলার এডিটর ,রাজনীতিক এবং সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও
মামানী নিউডপোর্টাল সাংবাদিক ও গ্রাফিক্স ডিজাইনার আয়েশা আক্তার রুবি ।এঞ্জেলিকা ও রাহিম তাদের নব তনয়ের জন্য সবার কাছে প্রার্থনা কামনা করেছেন।
Leave a Reply