যশোরে আর টিভির জেলা প্রতিনিধি ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য সাংবাদিক বিএম ফারুক অসুস্থ্য হয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আল মামুন শাওনভ তিনি জানান,বেশ কয়েকদিন ধরেই ফারুক জ্বরে ভুগছিলেন। দিনদিন তার অবস্থার অবনতি হয়।
এছাড়া জ্বরকে কেন্দ্র করে আরও বেশ কয়েকটি সমস্যার সৃষ্টি হয়। বাধ্য হয়ে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করে। ফারুকের পরিবার ফারুকের জন্য দোয়া কামনা করেছেন।
এদিকে, ফারুকের দ্রুত সুস্থ্যতা কামনা করে বিবৃতি দিয়েছেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ।
অন্যদিকে, সাংবাদিক বিএম ফারুকের সুস্থ্যতা কামনা করেছে রাতদিন নিউজের সম্পাদকীয় মন্ডলের সভাপতি শিমুল ভুইয়া, ভারপ্রাপ্ত সম্পাদক মিরাজুল ইসলাম, চীফ ফটো সাংবাদিক রিকি খান, প্রতিনিধি ফোরামের সভাপতি রিপানুর ইসলাম রিপন, সাধারন সম্পাদক অমল কৃষ্ণ পালিত, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
Leave a Reply