আসন্ন ৫ জুন লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে কোন প্রার্থী আচরণবিধি লংঘন, নির্বাচনের দিন অন্যায় ভাবে ব্যালেটে হাত দিতে চাইলে কঠোর হাতে দমন করা হবে বলে হুশিয়ারী দিয়েছেন লোহাগাড়া থাবার ওসি রাশেদুল ইসলাম (রাশেদ)।
আগামী ৫ জুন বুধবার২০২৪ ইং লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশন,উপজেলা প্রশাসন, থানা প্রশাসন প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। এই নির্বাচনে যেন কোন ধরনের অপরাধ সংগঠিত না হয় সেই দিকে নজর রাখছেন লোহাগাড়া থানার সুদক্ষ চৌকস পুলিশ অফিসার ইনচার্জ ওসি রাশেদুল ইসলাম।
তিনি বলেন,ব্যাপক আনন্দ উল্লাসের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে লোহাগাড়া উপজেলা নির্বাচন। কেউ যদি কোন ধরনের অপরাধ সৃষ্টি করতে চাই তাহলে তাকে কোন ধরনের ছাড় দেওয়া হবেনা। তিনি আরো বলেন লোহাগাড়া উপজেলার সকল জনসাধারণের প্রতি অনুরোধ করছেন সকলে যেন আনন্দের সহিত ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেন। তিনি আরও বলেন ভোট দেওয়া সকলের নাগরিক অধিকার, আপনার ভোট আপনি দিবেন সৎ যোগ্য প্রার্থী বেছে নিবেন।
এই অধিকার বাস্তবায়ন করতে গিয়ে যদি কোন ভোটার কোন ধরনের বাঁধা সম্মুখীননা হয়, তাহলে যে বাঁধা দিবে তাকে কোন ভাবে ছাড় দেওয়া হবেনা। সচেতন মহল মনে করছেন এই নির্বাচন শান্তি সুষ্ঠ ভাবে নির্বাচন করতে রাত দিন কঠোর পরিশ্রম করেছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম সহ তার অধীনস্থ লোহাগাড়া পুলিশ প্রশাসন।
ওসি রাশেদুল ইসলাম আরও বলেন পুলিশ প্রশাসনের পাশাপাশি সাদা পোষাকের পুলিশ ও গোয়েন্দা মোতায়েন থাকবে মাঠে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাই একটি সুন্দর নির্বাচন। আর এই সুশৃংখল নির্বাচন সরকার কে উপহার দিতে শান্তিপূর্ণ পরিবেশ পরিবেশ সৃষ্টি করতে প্রশাসনের যা কিছু পদক্ষেপ নিতে হয় তা আমরা নিব।
তাই নির্বাচন নিয়ে কোন ধরনের ভয় পাওয়ার কিছু নাই। তাই লোহাগাড়াবাসীকে আহবান জানাব,সবাই সকালে ভোট কেন্দ্রে যাবেন,আপনার পছন্দের প্রার্থী বেছে নিয়ে আপনাদের ভোট আপনারাই দিবেন ।
Leave a Reply