লালমনিরহাট সিভিল সার্জন নির্মেলন্দু রায়ের দূর্নীতি সীমাহীন পর্যায়ে পৌঁছেছে।যোগ দানের পর থেকেই একের পর এক ভুয়া বিল ভাউচার করে সরকারি টাকা আত্মসাতের মহা উৎসবে মেতেছেন।
২০২২ সালের জুন মাসে গাড়ি মেরামত নামে ভুয়া বিল ভাউচার করে ১ লক্ষ ৯ শত ৮০ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, ২০২২ সালের জুন মাসে ৫ টি বিলে ১ লক্ষ ১৮ হাজার ৯ শত ৯০ টাকা সরকারি একাউন্ট থেকে তুলে নিয়েছেন।
যার বিবরণ তুলে ধরা হলো-১৪ জুন ২০২২ সাল ২৪ হাজার ৯ শত ৮০ টাকা, ১৪ জুন ২০২২ সাল ১৯ হাজার ১ শত টাকা,
১৪ জুন ২০২২ সাল ২৪ হাজার ৯ শত ৮০ টাকা, ২১ জুন ২০২২ সাল ২৬ হাজার ৮ শত ৫০ টাকা ও ২১ জুন ২০২২ সাল ২৩ হাজার ৮৩ টাকা।
এ ছাড়াও জানুয়ারি,মার্চ ও সেপ্টেম্বর মাসে কয়েকটি ভাউচারে ৮৫ হাজার ১০ টাকা গাড়ি মেরামতের নামে খরচ দেখিয়েছেন।
সরকারি নিয়ম অনুযায়ী, একজন সরকারি কর্মকর্তা গাড়ি মেরামত বিল ৩০ হাজার টাকার বেশি খরচ করার ক্ষমতা রাখেন না কিন্তু লালমনিরহাট সিভিল সার্জন নির্মেলন্দু রায় কোটেশন না দিয়ে ক্ষমতার অপব্যবহার করে ভুয়া ভাউচার করে সরকারি টাকা আত্মসাৎ করেছেন।
এ ব্যাপারে সিভিল সার্জন নির্মেলন্দু বলেন,আপনাকে আমি কোন জবাব দিতে পারব না।আপনার যা লেখার লিখতে পারেন।আমার কিছুই হবে না।
Leave a Reply