উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে যশোরের বাঘারপাড়া উপজেলায় ভোটে চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার এফএম আশরাফুল কবীর বিপুল ফারাজী বিজয়ী হয়েছেন।
এছাড়া বাঘারপাড়ায় ভাইস চেয়ারম্যান পদে এনায়েত হোসেন লিটন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাড্ডাহাড্ডি লড়ায়ে সাবেক ভাইস চেয়ারম্যান দিলারা জামান নির্বাচিত হয়েছেন।
কঠোর নিরাপত্তা ব্যবস্থায় শান্তিপূর্ণভাবে বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ হয় । সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত মোট ৭০ টি কেন্দ্রে বিরতি হীনভাবে ভোটগ্রহণ চলে। এভিএম এ ভোট হয় ও ফলাফল ঘোষণা করা হয়।
এবার উপজেলা পরিষদ নির্বাচনের বাঘারপাড়ায় পুরুশ ভোটার 95359 মহিলা ভোটার 93894 ছিলো। বাঘারপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলে।
ভোটকেন্দ্রে ভোটাররা সুশৃংখলভাবে তাদের ভোট দিয়েছেন । ভোটার উপস্থিতি বেলা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায় ভোটকেন্দ্রে উপস্থিত ভোটাররা তাঁরা ভোটের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে সন্তোষ প্রকাশ করেন।
Leave a Reply