1. admin@somajerchitro.com : admin :
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৮:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায় সাবেক এসপি আনিসসহ ১৫জনের বিরুদ্ধে মামলা যশোরে ভুল চিকিৎসা দেয়ার অভিযোগে হোমিও চিকিৎসক মামুনের বিরুদ্ধে আদালতে মামলা যশোরে সাবেক প্রতিমন্ত্রী রফিকুল ইসলামের বাড়িতে চুরি ‘মা নেই, আব্বু জেলে, আমাদের ৪ ভাই-বোনকে দেখবে কে’ মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা, যা ছিল চিরকুটে যশোরে যুবক ছুরিকাঘাত ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা চুয়াডাঙ্গার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হলেন যশোরের রেকর্ড গড়া বিচারক শিমুল যশোর বোর্ডে এইচএসসিতে পুনর্নিরীক্ষণের আবেদন ৬৬ হাজার, পরিবর্তন ৭১ জনের ভাঙ্গায় বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কৃষকদল নেতা বাবুলের স্থগিতাদেশ প্রত্যাহার করায় আনন্দ মিছিল চাঁপাইনবাবগঞ্জের বিএনপি নেতা খাইরুল ইসলামকে গুলি করে হত্যার ৬ বছর পর মামলার আবেদন
যশোরে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায় সাবেক এসপি আনিসসহ ১৫জনের বিরুদ্ধে মামলা যশোরে ভুল চিকিৎসা দেয়ার অভিযোগে হোমিও চিকিৎসক মামুনের বিরুদ্ধে আদালতে মামলা যশোরে সাবেক প্রতিমন্ত্রী রফিকুল ইসলামের বাড়িতে চুরি ‘মা নেই, আব্বু জেলে, আমাদের ৪ ভাই-বোনকে দেখবে কে’ মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা, যা ছিল চিরকুটে যশোরে যুবক ছুরিকাঘাত ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা চুয়াডাঙ্গার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হলেন যশোরের রেকর্ড গড়া বিচারক শিমুল যশোর বোর্ডে এইচএসসিতে পুনর্নিরীক্ষণের আবেদন ৬৬ হাজার, পরিবর্তন ৭১ জনের ভাঙ্গায় বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কৃষকদল নেতা বাবুলের স্থগিতাদেশ প্রত্যাহার করায় আনন্দ মিছিল চাঁপাইনবাবগঞ্জের বিএনপি নেতা খাইরুল ইসলামকে গুলি করে হত্যার ৬ বছর পর মামলার আবেদন

ঝড়ের কবলে ভেঙে পড়ল শতবছরের ঐতিহ্যবাহী ‘হালা বট’ গাছ

  • রবিবার, ২ জুন, ২০২৪
  • ৬৯ বার পড়া হয়েছে

ঝড়ের কবলে ভেঙে পড়ল শতবছরের  ঐতিহ্যবাহী ‘হালা বট’ গাছ

এম ডি নজরুল ইসলাম, লালমনিরহাট জেলা প্রতিনিধি:

 শনিবারের ঝড়ে লালমনিরহাটে দুইশত বছরের ঐতিহ্যবাহী ‘হালা বটের তল’ এলাকার সেই বিখ্যাত ‘হালা বট’ গাছটি ঝড়ে ভেঙে পড়েছে।শনিবার (১ জুন) দিবাগত রাতে বিকট শব্দে হঠাৎ ভেঙ্গে পড়ে গাছটি। এই বটগাছের নামেই এখানকার নাম করন করা হয় হালাবটের তল।

স্থানীয়রা জানান, শনিবার রাতে প্রবল বেগে ঝড় আসে। ওই ঝড়ে গাছটি হুট করে ভেঙে পড়ে। সেসময় ঝড়ের কবল থেকে বাঁচতে গাছের নীচে অবস্থিত মিনারে আশ্রয় নেয়া ৩ জন ব্যক্তি গাছের নীচে চাপা পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বর্তমানে তাদের দুইজন লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন মোঃ আতিক, মোঃ উজ্জল ও মোঃ মেহেদী। তারা ওই এলাকার বাসিন্দা।

হালাবটের তলের খাদেম আকবর আলী বলেন, ‘ আমি খুব কষ্ট পেয়েছি। দীর্ঘদিন ধরে আমি এই গাছের সেবায় নিয়োজিত ছিলাম। আমার অনেক কান্না পাচ্ছে॥’

স্থানীয় এক বাসিন্দা বলেন, রাতে কিছুক্ষণ ঝড় হাওয়ার পরে মড়-মড় বিকট শব্দে হঠাৎ ভেঙ্গে পড়ে এই বটগাছটি। এখানে অনেক দর্শনার্থী আসতেন। গাছটিকে ঘিরে আমাদের অনেক স্মৃতি রয়েছে। এই গাছের ছায়ায় অনেকে বিশ্রাম নিতো। এই গাছের কথা আর কেউ মনে রাখবেনা। ’

জনশ্রুতি আছে, বটগাছটির বয়স নূন্যতম ২০০ বছর। গাছের নিচের ঈদগাহ মাঠটি আরও পুরানো। ইংরেজ আমলে (১৯৩৫-৪০ খ্রিষ্টাব্দে) স্থানীয় এক খতিব ফকির জৌনপুরের জনৈক পীর সাহেবকে এনেছিলেন এই বটগাছের নিচে ওয়াজ করার জন্য।

পীর সাহেব এ গাছের নিচে বসে ওয়াজও করেছিলেন। ওয়াজ মাহফিলে আগত লোকজনদের ওজু করার জন্য মাঠের পাশে একটি কুয়া খনন করাও হয়েছিল। কিন্তু কুয়ায় পানির অপর্যাপ্ততার কারণে ওজু করার সমস্যা সৃষ্টি হয়। এতে পীর সাহেব এক বদনা পানি নিয়ে সেটি কুয়ায় ঢেলে দেয়ার নির্দেশ দেন। পরে আর ওজুর পানির অভাব হয়নি।

আবার ওয়াজ শেষে খিচুড়ি বিতরণের সময় তাও কম হওয়ার আশংকা দেখা দিলে পীর সাহেব খিচুড়ি হাড়ির মুখে ঢাকনা দেন। পরে তার নির্দেশ অনুযায়ী ঢাকনা একটু সরিয়ে খিচুড়ি বিতরণ শুরু করা হয়। ঐ হাড়ির খিচুড়ি আগত লোকজনের মাঝে বিতরণ শেষে পার্শ্ববর্তী কয়েক গ্রামের লোকজন যারা ওয়াজ শুনতে আসেনি তাদের জন্যও পাঠিয়ে দেয়া সম্ভব হয়।

পীর সাহেব ওয়াজ করে চলে যান, কিন্তু ওয়াজ করার মাঠটি এলাকার লোকজনের কাছে পবিত্র স্থান বলে বিবেচিত হতে থাকে, সাথে সাথে পীর সাহেবকে ছায়াদানকারী বট গাছটির প্রতিও বিশেষ সম্মান দেখানো শুরু হয়।

দু’একজন এখানে এসে মানত করে সুফল পাওয়ার পর পাকিস্তান আমলেই মানতের প্রচলন শুরু হয়। আর তা ব্যাপকতা লাভ করে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর। এখনও প্রতি শুক্রবার বিভিন্ন স্থান থেকে অনেক লোকজনকে মানতের উদ্দেশ্যে এখানে আসতে দেখা যায়।

প্রতি শুক্রবার যেখানে দেশের বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীরা ভীড় জমায় এই হালা বটের গাছটি দেখার জন্য। অনেকে মনের বাসনা পূরণ করতেও মানত করতে আসেন এখানে। গাছটি ভেঙে পড়ায় স্থানীয় অনেক মানুষ কেঁদেছেন, দুঃখপ্রকাশ করেছেন লালমনিরহাট জেলার জনপ্রতিনিধিরা।

ভেঙে পড়া বটগাছের পাশে দাঁড়ানো একাধিক প্রবীণদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা জন্মের পর থেকে এই গাছটিকে এরকমই দেখে আসছে। লালমনিরহাটের পুরাতন ঐতিহ্যের গাছগুলোর মধ্যে এই বটগাছ অন্যতম। হঠাৎ ঝড়ে ভেঙে পড়ায় লালমনিরহাটবাসী একটি ঐতিহ্যবাহী বৃক্ষ হারালো।

সদ্য নির্বাচিত লালমনিরহাট সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন বলেন, গাছটি ভেঙে পড়ার খবরটি পেয়ে আমি সাথে সাথে ঘটনাস্থলে যাই। গাছটি যেভাবে ভেঙে পড়েছে, মনে হয় না আমরা ওই গাছটিকে রক্ষা করেতে পারবো। কিন্তু তবুও আমি এলাকাবাসীদের বলেছি, নিজেও চেষ্টা করছি যদি গাছটিকে টিকিয়ে রাখা সম্ভব হয়। আমরা অবশ্যই ব্যবস্থা নিবো।’

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews